বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নিম্নাঙ্গে নেই কোনও পোশাক, বছর কুড়ির মেয়েটার মুণ্ডহীন দেহ উদ্ধার হল পুকুর পাড়ে

নিম্নাঙ্গে নেই কোনও পোশাক, বছর কুড়ির মেয়েটার মুণ্ডহীন দেহ উদ্ধার হল পুকুর পাড়ে

প্রতীকি ছবি

রাতে পুকুর পাড়ে গল্প করতে গিয়ে তরুণীর মুণ্ডহীন দেহ দেখতে পান স্থানীয় যুবকরা। রবিবার সারাদিনের তল্লাশিতেও পাওয়া যায় কাটা মুন্ডু।

তরুণীর বিবস্ত্র মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বড়ঞায়। শনিবার রাত ১০টা নাগাদ বড়ঞার বিছুর গ্রামের একটি জঙ্গল থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে তরুণীর কাটা মুন্ডুর খোঁজ এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাতে বিছুর গ্রামের হারুগাছা পুকুর পাড়ে গল্প করতে যান কয়েকজন যুবক। সেখানে রক্তের দাগ দেখতে পান তাঁরা। দাগ অনুসরণ করে গিয়ে দেখেন সেখানে পড়ে রয়েছে এক তরুণীর মুণ্ডহীন দেহ। দেহের নিম্নাঙ্গে কোনও পোশাক নেই। দেহ থেকে কিছু দূরে পড়ে রয়েছে একটি প্যান্ট। সঙ্গে সঙ্গে খবর যায় বড়ঞা থানায়। দেহ উদ্ধার করে থানায় পাঠায় পুলিশ। এর পর কাটা মুন্ডুর খোঁজ শুরু হয়। সকালে পুলিশের উপস্থিতিতে পাশের পুকুরে জাল ফেলেন স্থানীয়রা। কিন্তু মুন্ডুর খোঁজ এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, নিহত তরুণীর বয়স কুড়ির মধ্যে। তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে। নিহতের পরিচয় যাতে জানাজানি না হয় সেজন্য মুন্ডু কেটে নিয়ে গিয়েছে আততায়ী।

এই রকম নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। শনিবার কান্দি মহকুমা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত হয়।

 

বন্ধ করুন