বিসর্জনে ডিজে না বাজানোয় পুজো কমিটির সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলি পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকার ঘটনা। অভিযুক্ত প্রসেনজিৎ সাত্বিকের বিরুদ্ধে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন পুজো উদ্যোক্তারা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।
রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলেন মনসুকা ঘোড়ইঘাট ব্যবসায়ী কমিটির উদ্যোক্তারা। অভিযোগ, তখন সেখানে মত্ত অবস্থায় হাজির হন পঞ্চায়েত প্রধানের স্বামী প্রসেনজিৎ সাত্বিক। পুজো উদ্যোক্তাদের ডিজে বাজাতে নির্দেশ দেন তিনি। কিন্তু ডিজের ব্যবস্থা ছিল না। এতেই ক্ষিপ্ত হয়ে বাঁশ নিয়ে পুজো উদ্যোক্তাদের তাড়া করেন তিনি। লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করেন পুজো উদ্যোক্তাদের। তার জেরে ২ জন পুজো উদ্যোক্তার মাথা ফাটে। তাদের বাঁচাতে গিয়ে আহত হন আরও ২ জন। আহতদের ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR দায়ের করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে এদিন দোকান বন্ধ রাখেন তাঁরা। যদিও অভিযুক্তের স্ত্রীর দাবি, তাঁর স্বামী নির্দোষ। তাঁকেই মারধর করেছেন পুজো উদ্যোক্তারা।