বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আবাস যোজনার তালিকা বেরোতেই জেলায় জেলায় বিক্ষোভ, নাম উঠল একাধিক পঞ্চায়েত প্রধানের

আবাস যোজনার তালিকা বেরোতেই জেলায় জেলায় বিক্ষোভ, নাম উঠল একাধিক পঞ্চায়েত প্রধানের

মালদায় স্থানীয়দের বিক্ষোভ।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় বাসিন্দারা। বিক্ষোভ ঘিরে তুমুল উওেজনার সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে।

আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় শুরু হল বিক্ষোভ। সব জায়গাতেই বিক্ষোভকারীদের অভিযোগ, ঘর পাচ্ছেন পাকা বাড়ির মালিকরা। কিন্তু কুঁড়ে ঘরের বহু বাসিন্দার নাম নেই সেখানে। এই অভিযোগে বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে মালদার মানিকচক ও হবিবপুরে। ওদিকে পুরুলিয়ার ঝালদার এক পঞ্চায়েত প্রধান নিজের নাম ভুল করে তালিকায় উঠে গিয়েছে বলে দাবি করেছেন। ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবার এক কাঠি সড়েশ। দোতলা পাকা বাড়ি হলেও তাঁর নাম রয়েছে তালিকায়।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় বাসিন্দারা। বিক্ষোভ ঘিরে তুমুল উওেজনার সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে।মানিকচক থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, পশ্চিম নারায়ণপুর এলাকায় বহু গরিব পরিবারের বসবাস যোগ্য ঘর নেই। কোন রকমভাবে কাঁচা বাড়িতে বসবাসকারী এই পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। আবার ওই এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে।

একই রকম বিক্ষোভ হয়েছে জেলার হবিবপুরে। বুলবুলচণ্ডী অঞ্চল তৃণমূল অফিসের সামনে মালদা - নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, যাদের দোতলা বাড়ি বা পাকা বাড়ি রয়েছে তারা পাচ্ছে। আমরা কেন পাব না? বুলবুলচণ্ডী অঞ্চলের কচুপুকুর, ঝিনিপুকুর এলাকার অনেকেই বাড়ি পাননিে বলে অভিযোগ। আবার অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হবিবপুরের জয়েন্ট ভিডিও আবির দত্ত ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সাথে কথা বলেন। তাঁর সামনেই নতুন করে যাদের ঘর প্রয়োজন তাদের নামের তালিকা তৈরি করা হয়, অবশেষে ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

পুরুলিয়ার ঝালদায় ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ কুমার মাহাতোর নাম উঠেছে ঘর প্রাপকদের তালিকায়। তাঁর দাবি, আগের সমীক্ষায় হয়তো আমার নাম ছিল। তাই তালিকায় নাম উঠেছে। আমি নাম প্রত্যাহার করে নিয়েছি।

ভাঙড়ের চালতাবেড়িয়ায় কাহিনীটা অবশ্য আলাদা। সেখানে টাইলস বাঁধানো দোতলা বাড়ির মালিক তৃণমূলি পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে ঘর প্রাপকদের তালিকায়। এদিন সমীক্ষা করতে বেরিয়ে এই ছবি দেখে অবাক হয়ে যান বিডিয়ো।

 

বন্ধ করুন