বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আবারও পুলিশের অনুমতি না মেলায় বাঁকুড়ায় শুভেন্দুর সভা বাতিল করল বিজেপি

আবারও পুলিশের অনুমতি না মেলায় বাঁকুড়ায় শুভেন্দুর সভা বাতিল করল বিজেপি

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

দলের কর্মসূচী অনুযায়ী, আজ সেখানে পদযাত্রা করার পর সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। একইভাবে এর আগে গত ১ নভেম্বর সেখানে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল। কিন্তু, সে ক্ষেত্রে পুলিশ অনুমতি দেয়নি। পরে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। 

বাঁকুড়ার কোতুলপুরে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ। ফলে শেষ পর্যন্ত সভা বাতিল করে দিল বিজেপি। এ নিয়ে পরপর দুবার কোতুলপুরে বিজেপির সভার অনুমতি দিল না পুলিশ। আজ শুক্রবার সেখানে বিজেপির সভা করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সভা না করতে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এই অবস্থায় বিজেপির দাবি আদালতের অনুমতি নিয়েই তারা কোতুলপুরে সভা করবে।

আরও পড়ুন: দেওয়ালে প্রস্রাব রুখতে দেবতাদের ছবি কেন? হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ শুভেন্দুর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের কর্মসূচী অনুযায়ী, আজ সেখানে পদযাত্রা করার পর সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। একইভাবে এর আগে গত ১ নভেম্বর সেখানে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল। কিন্তু, সে ক্ষেত্রে পুলিশ অনুমতি দেয়নি। পরে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তবে মঞ্চে প্রবেশ এবং বাহির হওয়ার একটি পথ এই যুক্তি দেখিয়ে পুলিশ সেই সভায় আপত্তি জানায়। শেষ পর্যন্ত আদালত সভার অনুমতি দেয়নি। শুভেন্দু অধিকারী ওইদিন সেখানে পৌঁছেছিলেন। কিন্তু সভা করতে না পারায় তাঁকে পুনরায় ফিরে আসতে হয়। সেই সময়ই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আজ শুক্রবার ১৭ নভেম্বর সেখানে সভা করবেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই কারণে দলের স্থানীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে সেখানে সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। তার জন্য গত ১ নভেম্বর কোতুলপুরের মোহিনীমোহন ময়দানে বিজয়া সম্মিলনীর করার কথা ঘোষণা করা হয়েছিল বিজেপির তরফে। পুলিশের কাছে সেই আবেদন জানানো হয়েছিল। তবে পুলিশ সেটা মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেয়। পরে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। শুভেন্দু অধিকারী ওইদিন সভা করতে না পেরে স্থানীয় বাজার ঘুরে নেতাজি মোড় পর্যন্ত যান। এরপর কোতুলপুর থেকে চলে আসেন। 

এবারও সভার অনুমতি না মেলায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, আজ সভার জন্য গত ৩ নভেম্বর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। তবে পুলিশ এই আবেদন ১০ নভেম্বর মহকুমা শাসকের কাছে পাঠিয়েছিল। দীর্ঘ টালবাহানার পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও অনুমতি দেয়নি পুলিশ। তাই এই কর্মসূচী স্থগিত রাখা হয়েছে। তবে স্থানীয় নেতৃত্বের দাবি, তারা আদালতের অনুমতি নিয়ে সেখানে সভা করবেন। পালটা এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, সারা রাজ্যে শুভেন্দুর কর্মসূচিতে কোথাও লোক হচ্ছে না। সেই কারণে সভা বাতিল করতে হচ্ছে বিজেপিকে। আর এর জন্য তারা তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পুলিশ আইন মেনে কাজ করছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

বাংলার মুখ খবর

Latest News

জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের গার্ডেনরিচকাণ্ডে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের অনুমতি হাইকোর্টের অপেক্ষার অবসান! মাস দুয়েকের মধ্য়েই বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান ‘সংখ্যালঘুদের গো মাংস খাওয়ার অধিকার দিতে চায় কংগ্রেস’, বেলগাম আক্রমণ যোগীর অধিক VVPAT ব্যবহারের জন্য রাজনৈতিক সংগ্রাম চলবে, বার্তা কংগ্রেসের ১০০ শতাংশ ভোট পড়ল কর্ণাটকের প্রত্যন্ত এই গ্রামে, এখানে ভোটারের সংখ্যা কত জানেন? ‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের

Latest IPL News

পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.