তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে গিয়ে শিবভক্তদের বাধা দিল পুলিশ। তাঁদের কাছ থেকে লাউডস্পিকার বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। এরজেরে পুলিশের সঙ্গে বচসা বাঁধে শিবভক্তদের। তাঁদের অভিযোগ, লাউড ছড়িয়ে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা দাবি করে পুলিশ। এর প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান শিবভক্তরা। এমনকী তাঁদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় মাইক বাজানো ঘিরে সংঘর্ষ, ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত পুলিশ
সাধারণত, হিন্দু রীতি অনুযায়ী, পুণ্য অর্জনের জন্য প্রতি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যান শিব ভক্তরা। সেই রীতি মেনে সোমবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বেতা- দুবদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল লাউডস্পিকার। তারস্বরেই গান বাজছিল লাউডস্পিকারে। বিষয়টি স্থানীয় থানার পুলিশের নজরে আসে। শিব ভক্তদের যাওয়ার পথে দোঁবাধিতে পুলিশ পথ আটকায়। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শিব ভক্তরা। লাউড স্পিকার আটক করে এগরা থানার পুলিশ। ভক্তরা বাধা দিতে চাইলে এগরা থানার পুলিশ সবার ওপর লাঠি চার্জ করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে কাঁথি- বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শিব ভক্তরা। এমনকী লাউড স্পিকার ছাড়ার জন্য পুলিশ তাঁদের কাছ জন্য পুলিশ তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে বলেন অভিযোগ। প্রায় ১ ঘণ্টা কাঁথি- বেলদা রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখেন ভক্তরা। তাঁরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরে অবশ্য তাঁদের বিক্ষোভ উঠে যায়।
বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘আমরা জল আনতে গিয়েছিলাম ফেরার পথে পুলিশ আমাদের আটকে দেয়। আমরা তারস্বরে লাউড স্পিকার বাজাচ্ছিলাম। সেই কারণে আমাদের কাছ থেকে সেগুলি নিয়ে নিয়েছিল পুলিশ। তারই প্রতিবাদে আমরা রাস্তার ওপর বিক্ষোভ অবরোধ করি।’ কয়েকশো শিবভক্ত এদের রাস্তা অবরোধ করেন। পুরুষদের পাশাপাশি অসংখ্য মহিলাও ছিলেন এই দলে।এদিকে, এই ঘটনার জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ থাকায় রাস্তায় যানবাহনের লম্বা লাইন পরে। যার ফলে প্রচন্ড দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।