বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গায়ে সবুজ পাঞ্জাবি, তৃণমূলের কল্যাণের সঙ্গে বিসর্জনের নাচ প্রবীর ঘোষালের

গায়ে সবুজ পাঞ্জাবি, তৃণমূলের কল্যাণের সঙ্গে বিসর্জনের নাচ প্রবীর ঘোষালের

নাচছেন প্রবীর ঘোষাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অষ্টমীতেই পুজো মণ্ডপে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবীর সামনে হাউ হাউ করে কেঁদেছিলেন। আর দশমীতে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল প্রবীর ঘোষালের সঙ্গে কোমর দোলাতে।

দুজনেই বিগতদিনে একই দল তৃণমূলে ছিলেন। তবে পরবর্তী সময় তাঁদের দুজনের রাজনৈতিক শিবির বদলে যায়। একজন প্রবীর ঘোষাল ও অপরজন কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়। বিসর্জনের দিনে দেখা গেল শ্রীরামপুরের রাস্তায় তুমুল নাচতে প্রবীর ঘোষাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। তবে সেখানেও পরাজিত হন তিনি। তবে বর্তমানে বিজেপির কোনও কর্মসূচিতে বিশেষ দেখা যায় না তাঁকে। আবার তৃণমূলের সঙ্গেও সেভাবে সক্রিয়ভাবে তিনি নেই বলেই খবর। তবে এদিন তিনি যেভাবে সবুজ পাঞ্জাবি পরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে তুমুল নাচলেন তা নজর কেড়েছে অনেকের।

তবে কি পুজো মিটলেই ফের পুরানো দল তৃণমূলেই ভিড়ে যাবেন প্রবীর ঘোষাল? বিসর্জনের দিন থেকেই সেই প্রশ্নটা উঠতে শুরু করল এদিন। তবে এদিন দুই অভিজ্ঞ রাজনীতিবিদের নাচ দেখতে অনেকেই ভিড়় করেন। ঢাকের তালে দুজনেই হাত উঁচু করে নাচতে থাকেন। এদিন তাঁদের নাচ দেখে হাততালিও দিয়েছেন অনেকেই। 

এদিকে অষ্টমীতেই পুজো মণ্ডপে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবীর সামনে হাউ হাউ করে কেঁদেছিলেন। আর দশমীতে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল প্রবীর ঘোষালের সঙ্গে কোমর দোলাতে।  

বন্ধ করুন