মতুয়া ভোট চায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তাই বিজেপি ঢাল করেছে সিএএ। আর তৃণমূল কংগ্রেস এবার একটি রাস্তার নাম গুরুচাঁদ ঠাকুরের নামে করতে চলেছে। এটা বিধাননগর পুরনিগম করবে। আগামী ১ মার্চ আরামবাগে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই বিধাননগর পুরনিগম এলাকার একটি রাস্তার নাম গুরুচাঁদ ঠাকুরের নামে করা হবে। এই রাস্তার উদ্বোধন করবেন বনগাঁর ঠাকুর পরিবারের অন্যতম সদস্য তথা রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাবালা ঠাকুর। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
এদিকে ভিআইপি রোডের কেষ্টপুর থেকে যাত্রাগাছি পর্যন্ত রাস্তার নাম দেওয়া হবে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর সরণি। এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক নবীন বিশ্বাস বলেন, ‘২০০২ সালে মতুয়ারা এই রাস্তাটির নাম গুরুচাঁদ ঠাকুরের নামে করার দাবি জানিয়েছিল। এবার সেই দাবি পূরণ হচ্ছে। তাই আমরা বিধাননগর পুরনিগম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তিনি মতুয়াদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছেন।’ তাছাড়া মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়েছেন। মমতাবালা ঠাকুর আবার মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতিও।
আরও পড়ুন: ‘ক্রোনোলজি বুঝুন’, শাহজাহানের গ্রেফতার ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টকে দুষলেন অভিষেক
অন্যদিকে এই রাস্তার নামকরণ হতে চলেছে শুনে আনন্দে মেতে উঠেছেন মতুয়ারা। তাঁরা একটি র্যালি করে এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন বলে সূত্রের খবর। এই বিষয়ে বিধাননগর পুরনিগমের পক্ষ থেকে মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী বলেন, ‘মতুয়াদের বহুদিনের দাবিকে মেনে সেটা কার্যকর করা হচ্ছে। রাস্তার নাম গুরুচাঁদ ঠাকুরের নামে করা সম্ভব হল বলে আমরা খুশি।’ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মতুয়া ভোটের বড় অংশ চলে গিয়েছিল বিজেপির কাছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও মতুয়ারা বিজেপির পাশেই ছিলেন। তাই এবারের লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ।
এছাড়া এই রাস্তাটি দমদম ও বারাসত লোকসভার মাঝে পড়ে। এই দুটি লোকসভা কেন্দ্রে বেশি পরিমাণে মতুয়া ভোটারদের বসবাস। বারাসত লোকসভা কেন্দ্রে আবার নির্ণায়ক শক্তি মতুয়ারা। আর মতুয়া ভোটকে নিশানা করেই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন বারাসাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই জনসভার আগেই উত্তর ২৪ পরগনা জেলার মতুয়া ভোটারদের প্রতি ইতিবাচক বার্তা দিতে গুরুচাঁদ ঠাকুরের নামে রাস্তার উদ্বোধন করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। আর বিষয়টি নিয়ে কটাক্ষ করে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, ‘ভারতে বসবাসকারী পাঁচ কোটি মতুয়া মুক্তি পাবেন সিএএ কার্যকর হলে। রাস্তার নাম গুরুচাঁদ ঠাকুরের নামে করলে মতুয়াদের সমস্যা সমাধান হবে না। আগে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করছেন।’