সকালে ব্যবসায়ী অপহরণের পর রাতে যুব তৃণমূল সভাপতিকে ছুরি দিয়ে আঘাত। অপরাধ যেন থামতেই চাইছে না শিলিগুড়িতে। শনিবার রাতে শহরের ২৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি জয়ব্রত মুখোটির পেটে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বচসার জেরেই এই আক্রমণ বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ। আহত জয়ব্রত মুখোটি উত্তর ভারতনগরের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন রাতে শিলিগুড়ির সেভক রোডে এক যুবকের সঙ্গে কোনও কারণে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তখন আরও বেশ কয়েকজন যুবক এসে তাঁকে ঘিরে ধরে ও তাদেরই মধ্যে একজন চাকু দিয়ে জয়ব্রতবাবুর পেটে আঘাত করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল নেতৃত্ব। আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।অন্যদিকে রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।তবে কি থেকে এই বচসা তা এখনো স্পষ্ট নয়। রবিবার আহত যুব তৃণমূল নেতাকে দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালেন যান মেয়র গৌতম দেব। হাসপাতাল সুপার ও চিকিৎসকদের সাথে কথা বলেন শিলিগুড়ির মেয়র।