বাংলা নিউজ > ক্রিকেট > IPL: জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, PBKS-কে ২৮ রানে হারিয়ে প্লে-অফের জন্য অক্সিজেন পেল CSK

IPL: জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, PBKS-কে ২৮ রানে হারিয়ে প্লে-অফের জন্য অক্সিজেন পেল CSK

জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, PBKS-কে ২৮ রানে হারিয়ে প্লে-অফের জন্য অক্সিজেন পেল CSK। ছবি: এপি

Punjab Kings vs Chennai Super Kings: আইপিএলে এবার উলটপুরাণ হতে শুরু করেছে! ব্যাটারদের দাপটে ভাগ বসাতে শুরু করেছেন বোলারেরাও। কেকেআর-এমআই এবং জিটি-আরসিবি-র পর এবার ধর্মশালায় চেন্নাই বনাম পঞ্জাবের ম্যাচেও একই ছবি দেখা গেল। দু'দলের বোলারেরাই ভালো বল করলেন। তবে বোলারদের লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল সিএসকে।

মুস্তাফিজুর রহমান, দীপক চাহার, মাথিশা পাথিরানা সিএসকে-র তিন তারকা পেসারই জাতীয় দলের ডিউটি পালন এবং চোটের জন্য আইপিএল থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন। বোলিং বিভাগ ভেঙেচুরে চুরমার। তাতেও অবশ্য ‘কুছ পরোয়া নেহি’ মনোভাব চেন্নাই সুপার কিংসের। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে ধর্মশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬৮ রান করার পরেও, ২৮ রানে জয় ছিনিয়ে নিল চেন্নাই। রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিং-দের দাপটে ৯ উইকেটে ১৩৯ রানে গুটিয়ে গেল পঞ্জাবের ইনিংস।

এদিন ব্যাট এবং বল হাতে অনবদ্য পারফরম্যান্স জাড্ডুর। তাঁর ইনিংসে ভর করে প্রথমে ১৬০ রানের গণ্ডি টপকায় সিএসকে, তার পর পঞ্জাবের কোমর ভাঙতে তিন উইকেট তুলে নেন জাদেজা। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের হাত ধরে, নিজেদের ছয় নম্বর জয় তুলে নিয়ে, প্লে-অফের জন্য অক্সিজেন পেয়ে গেল চেন্নাই। উঠে এল পয়েন্ট টেবলের তিনে। সেই সঙ্গে এর ঠিক আগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে পঞ্জাবের কাছে হারের বদলাও পূরণ করল চেন্নাই।

আরও পড়ুন: মুস্তাফিজুর, চাহারের পর ফের বড় ধাক্কা খেল CSK, চোট সারাতে দেশে ফিরে গেলেন লঙ্কান পেসারও

চলতি আইপিএলে প্রথম বার কোনও ম্যাচ হল ধর্মশালায়। এদিন টস হেরে প্রথম ব্যাট করতে নেমেছিল সিএসকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই অজিঙ্কা রাহানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। ৭ বলে মাত্র ৯ রান করে আর্শদীপ সিং-এর বলে কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কিছুটা দলের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু এই জুটিও দীর্ঘক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেনি। জুটিতে ৫৭ রান করার পর আউট হন রুতুরাজ। চারটি চার, একটি ছক্কার হাত ধরে ২১ বলে ৩২ করে রাহুল চাহারের বলে আউট হন সিএসকে অধিনায়ক। পরের বলেই শিবম দুবেকে ফেরান রাহুল চাহার। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরেন শিবম। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর এই নিয়ে দু'টি ম্যাচেই প্রথম বলে শূন্য রানে আউট হলেন শিবম দুবে।

আরও পড়ুন: ১১টি ম্যাচের মধ্যে দশটিতেই টসে হার, দু'বছর আগের RR-এর অবাঞ্ছিত রেকর্ড ছুঁল রুতুরাজের CSK

চেন্নাইয়ের ৭৫ রানের মাথায় আউট হয়ে যান ড্যারিল মিচেলও। ১৯ বলে ৩০ করে হর্ষাল প্যাটেলের বলে এলবিডব্লিউ হন তিনি। এর পর মইন আলি এবং রবীন্দ্র জাদেজার মিলে জুটি গড়ার চেষ্টা করলেও, রানের গতি খুব একটা বেশি ছিল না। মইন ২০ বলে ১৭ করে স্যাম কারানের বলে আউট হন। শুরু থেকেই নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকায়, কোনও জুটিই স্থায়ী হয়নি। হতাশ করেন মিচেল স্যান্টনার (১১ বলে ১১ রান), শার্দুল ঠাকুররাও (১১ বলে ১৭ রান)। এই ম্যাচে সুযোগ পাওয়া স্যান্টনারকে ফেরান রাহুল চাহার। শার্দুলকে বোল্ড করেন হর্ষাল। শার্দুলকে সাজঘরে ফেরানোর পরেই বলেই, মহেন্দ্র সিং ধোনিকেও গোল্ডেন ডাকে বোল্ড করেন হর্ষাল। এ বারের আইপিএলে এই প্রথম বার শূন্য রানে আউট হলেন ধোনি।

তবে এদিন ৬ উইকেট পড়ার পরে মহেন্দ্র সিংহ ধোনি নিজে না নেমে শার্দুল ঠাকুরকে নামিয়ে দিয়েছিলেন। শার্দুল এসেই প্রথম দু'বলে একটি চার ও একটি ছক্কা মারেন। ছক্কার ক্ষেত্রে অবশ্য ফিল্ডার শশাঙ্ক সিংয়ের দোষ। হাতের ক্যাচ ছেড়ে দেন তিনি। শার্দুল ক্রিজে এসে শুরুটা ভালো করলেও, বেশিক্ষণ টিকতে পারেননি। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান (২৬ বলে) করেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর এই ইনিংসে রয়েছে তিনটি চার এবং দু'টি ছক্কা। ১৯.৪ ওভারে আর্শদীপের বলে জাদেজা আউট হয়ে গেলেও, তাঁর জন্য সিএসকে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। পঞ্জাবের হয়ে রাহুল চাহার এবং হর্ষাল প্যাটেল তিনটি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। একটি উইকেট নিয়েছেন স্যাম কারান।

আরও পড়ুন: সামনে বিশ্বকাপ, তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ, সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ

জবাবে রান তাড়া করতে নেমে পঞ্জাবের ইনিংসের দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টো (৬ বলে ৭) এবং রিলি রসৌকে (৩ বলে ০) বোল্ড করে সিএসকে-কে শুরুতেই অক্সিজেন দেন তুষার দেশপাণ্ডে। তবে তৃতীয় উইকেটে প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিং মিলে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। তবে সেই জুটি ৫৩ রানের পার্টনারশিপেই ভেঙে যায়। ৪টি চারের হাত ধরে ২০ বলে ২৭ করে স্যান্টনারের ডেলিভারিতে শশাঙ্ক সিং ক্যাচ আউট হন। শশাঙ্কের পিছন পিছন প্রভসিমরনও সাজঘরে ফেরেন। ২টি চার এবং ২টি ছয়ের হাত ধরে প্রভসিমরন ২৩ বলে ৩০ করে জাদেজার শিকার হন। প্রভসিমরনই পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন। এর পর জিতেশ শর্মা, স্যাম কারান, আশুতোষ শর্মারা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। স্যাম এবং আশুতোষকে ফেরান জাদেজা। জিতেশকে ফেরান সিমরজিৎ সিং।

৭৮ রানে ৭ উইকেট হারিয়েই ম্যাচ হারের গন্ধ পাচ্ছিল পঞ্জাব। এখান থেকে জিততে হলে পিবিকেএস-এর কাউকে অঘটন ঘটাতে হত। কিন্তু সেই দায়িত্ব কেউ কাঁধে তুলে নিতে পারেননি। সিমরজিতের ডেলিভারিতে ১৩ বলে ১২ করে হর্ষাল প্যাটেল সাজঘরে ফেরেন। ১০ বলে ১৬ করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন রাহুল চাহার। হরপ্রীত ব্রার (১৩ বলে ১৭) এবং কাগিসো রাবাডা (১০ বলে ১১) অপরাজিত থাকলেও, দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান করে পঞ্জাব। সিএসকে-র হয়ে সবচেয়ে সফল বোলার জাদেজা। চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিং, একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

'আমি দিদিমণি বলছি,' মোবাইল অ্য়াপে গলা বদলে ৭ ছাত্রীকে ধর্ষণ, ধরে ফেলল পুলিশ মধ্য কলকাতার একাংশে ১৪৪ ধারা, পুলিশের ‘ভাবনা-চিন্তাহীন কাজ', বললেন রাজ্যপাল গিলক্রিস্ট-ওয়ার্নারের পর অজি কামিন্স কি পারবেন হায়দরাবাদের দলকে IPL শিরোপা দিতে? হাসপাতালে ভর্তি পূজা! ‘আমার দেখভাল করার কেউ নেই’, যন্ত্রণায় কাতর নায়িকা Exclusive-ফাইনালে KKRকে হারাব,হুংকার 'বাংলার' শাহবাজের,মুগ্ধ ক্যাপ্টেন কামিন্সে' গুজরাটের গেমিং জোনে ভয়াবহ আগুন, অন্তত ২০জনের মৃত্যু, আটকে পড়েছিল শিশুরা ২৬ বছর বয়সে হারান কৌমার্য! যৌন প্রবৃত্তি থেকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে করণ দক্ষিণ ভারতের মাঠ নাইটদের জন্য লাকি, চিপকে ১২ বছর আগের স্মৃতি ফেরাতে মরিয়া KKR তমলুক - কাঁথিতে জয়ের ব্যাপারে প্রত্যয়ী শুভেন্দু, বদলা কি এবার অধরাই থাকবে মমতার? সাগরে জন্ম ঘূর্ণিঝড় রেমালের! ক্যানিংয়ের কতদূরে? ২১ ঘণ্টা বিমান চলবে না কলকাতায়

Latest IPL News

Exclusive-ফাইনালে KKRকে হারাব,হুংকার 'বাংলার' শাহবাজের,মুগ্ধ ক্যাপ্টেন কামিন্সে' দ্বিতীয় কোয়ালিফায়ারের থেকে পুরো আলাদা- পিচ নিয়ে বড় আপডেট দিলেন নাইট অধিনায়ক ফর্মে নেই, রান নেই… রিঙ্কুকে T20 WC-এর দলে না রাখার সিদ্ধান্তকে সমর্থন পানেসরের দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে জোরালো হচ্ছে KKR মেন্টর গম্ভীরের নাম KKR: বেঙ্কটেশ আমার সঙ্গে তামিল ভাষায় কথা বলে, আর আমি হিন্দিতে- শ্রেয়স আইয়ার ৪৮ হাজার ৭ নম্বর জার্সি! ধোনির ফ্যান ফলোয়িং দেখে অবাক হয়ে গিয়েছিলেন ল্যাঙ্গার ম্যাচ হারলেও দলের এই ক্রিকেটারের প্রশংসা করলেন সঞ্জু! বুমরাহর সঙ্গে তুলনা করলেন বুদ্ধি না থাকলে প্রতিভা কোনও কাজে আসে না- রিয়ান পরাগের উপর চটলেন সুনীল গাভাসকর IPL 2024 Final-এ KKR-কে হারিয়েই হবে আসল সেলিব্রেশন- শাহবাজ আহমেদের হুঙ্কার RR-র হারে কাঁদল খুদে মেয়ে, ১৬ বলে ১০ করা ক্যাডমোরকে খেলিয়ে রোষের মুখে সাঙ্গাকারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.