বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > যুবকের আত্মহত্যায় পুলিশ চাপের অভিযোগ, পুলিশ জনতা সংঘর্ষে রণক্ষত্র সিউড়ি

যুবকের আত্মহত্যায় পুলিশ চাপের অভিযোগ, পুলিশ জনতা সংঘর্ষে রণক্ষত্র সিউড়ি

ছেলেকে হারিয়ে বিলাপ করছেন নিহত দয়াময় সাহার বাবা।

রবিবার সকালে দয়াময় সাহা (২৭) নামে এক যুবকের ঝুলন্ত দেহ তার ঘর থেকে উদ্ধার হয়। পরিবারের দাবি, দয়াময়কে ভুয়ো মামলায় ফাঁসিয়ে লাগাতার টাকা দাবি করছিলেন সিউড়ি থানার এক আধিকারিক।

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ার সিউড়ি শহরের রক্ষাকালীতলায়। পুলিশের চাপে যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পথ অবরোধ করে পরিবার। অবরোধ তুলতে পুলিশ এলে তাদের গাড়িকে পড়ে পাথর। এর পর ব্যাপক লাঠি চালাতে শুরু করে পুলিশ। এমনকী ছিটকিনি বন্দুক দিয়ে অবরোধকারীদের মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।

রবিবার সকালে দয়াময় সাহা (২৭) নামে এক যুবকের ঝুলন্ত দেহ তার ঘর থেকে উদ্ধার হয়। পরিবারের দাবি, দয়াময়কে ভুয়ো মামলায় ফাঁসিয়ে লাগাতার টাকা দাবি করছিলেন সিউড়ি থানার এক আধিকারিক। নিহতের বাবা বলেন, আমার ছেলে নির্দোষ। আমাদের কিছু না জানিয়ে ওকে থানায় ডেকে নিয়ে গিয়ে ভুয়ো মামলায় ফাঁসিয়েছে। আমার ছেলে কিছু করেনি। FIR-এ তার নামও নেই। তবু তাকে গ্রেফতারির ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা নিয়েছেন সিউড়ি থানার এক আধিকারিক। তার পরও আগাম জামিন হয়নি। তার পর আরও টাকা চাইতে থাকেন ওই আধিকারিক। সেই চাপে আমার ছেলে গলায় দড়ি দিল।

এদিন এই অভিযোগে রক্ষাকালীতলায় পথ অবরোধ শুরু করেন দয়াময়ের পরিবারের সদস্যরা। অবরোধ তুলতে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তার পর ব্যাপক লাঠি চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দয়াময় সাহা নামে ওই যুবক লকডাউনের সময় অনলাইন লটারির কারবার শুরু করেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগেরই তদন্ত চলাকালীন আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, আমার কাছে এখনো পুলিশের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ আসেনি। যুবকের বিরুদ্ধে লটারি প্রতারণার অভিযোগ ছিল। তবে গোটা ঘটনাটা আমাদের নজরে রয়েছে।

বন্ধ করুন