অ্যাম্বুল্যান্সের ভাড়া মেটানোর সামর্থ নেই, তাই কাপড়জামার ব্যাগে ভরে সন্তানের মৃতদের নিয়ে বাড়ি ফিরেছিলেন বাবা। গত মে মাসে উত্তর দিনাজপুরের এই ঘটনায় কেঁপে উঠেছিল রাজ্যবাসীর হৃদয়। প্রশ্ন উঠেছিল রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে। কালিয়াগঞ্জের দুঃস্থ মানুষের সমস্যার সমাধানে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মহালয়ার দিন সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। বিরোধী দলনেতার তহবিলের অর্থে কেনা সেই অ্যাম্বুলান্সের উদ্বোধন করলেন হতভাগ্য সেই পিতা। ভার্চুয়ালি অনুষ্ঠানে হাজির রইলেন শুভেন্দুবাবু।
গত ১৩ মে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মার শিশুসন্তানের। মৃত সন্তানের দেহ নিয়ে বাড়ি ফেরার জন্য হাসপাতালের সামনে অ্যাম্বুলান্স ভাড়া করতে যান তিনি। কিন্তু তাদের চাহিদা পূরণ করতে পারেননি সন্তানহারা পিতা। এর পর হাসপাতালের সামনের দোকান থেকে একটি জামা কাপড়ের ব্যাগ কিনে তাতেই ছোট্ট সন্তানের শব ভরে প্রায় ২০০ কিলোমিটার দূরে কালিয়াগঞ্জে ফেরেন তিনি। কালিয়াগঞ্জ বাসস্ট্যন্ডে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এর পর বিষয়টি প্রকাশ্যে আনেন সংবাদমাধ্যমের কর্মীরা।
ঘটনা নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। রাজ্যের সরকারি অ্যাম্বুলান্স পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে সাধারণ মানুষ। তখনই কালিয়াগঞ্জের ওই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে দাঁড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা দেন, স্থানীয় কুনোর ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে তাঁর বিধায়ক তহবিলের টাকায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলান্স কিনে দেবেন তিনি।
শনিবার সংঘের সন্ন্যাসীদের উপস্থিতিতে উদ্বোধন হল সেই অ্যাম্বুলান্সের। উদ্বোধন করলেন অসীমবাবু। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত রইলেন বিরোধী দলনেতা।