সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। ১লা মে থেকে স্ট্রিমিং শুরু হয়েছ ৮ এপিসোডের এই সিরিজের। বলিউডের ছয় রূপসীর সঙ্গে এই সিরিজে দেখা মিলেছে শেখর সুমন, অধ্যায়ন সুমন, ফারদিন খানের মতো অভিনেতাদের। আরও পড়ুন-১২ বছরের বড় অমৃতার সঙ্গে 'অ্যাবিউসিভ' বিয়ে ভাঙেন, সইফকে শুরু থেকেই নিয়ন্ত্রণ করতেন প্রাক্তন বউ?
অভিনয়ে যদি আমির খান বলিউডের মিস্টার পারফেকশানিস্ট হন, তবে পরিচালনায় এই খেতাব দেওয়া হয় সঞ্জয়লীলা বনশালিকে। পারফেক্ট শট পেতে বনশালির খুঁতখুঁতানির কথা কারুর অজানা নয়। কোনও দৃশ্য পছন্দ না হলে একের পর এক টেক নিতে থাকেন পরিচালক। শেখর সুমন ফাঁস করেছেন এই সিরিজে ওরাল সেক্স বা মুখমেহনের একটি দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে। এবং সেই দৃশ্যটি এক টেকেই শেষ করেন ৬১ বছর বয়সী শেখর সুমন। সবচেয়ে বড় কথা হল, চিত্রনাট্যে ওই দৃশ্যটির উল্লেখ ছিল না।
অভিনেতা জানান, প্রাথমিকভাবে বনশালির কুশীলবরা হতবাক হয়েছিলেন যে সিরিজে এরকম কিছু দৃশ্য রাখতে চাইবেন পরিচালক তবে দৃশ্যটি শ্যুট হয়ে গেলে, তারা শেখরকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন। কারণ এক টেকে ওকে না হলে, বনশালি ওই শটটি বারংবার নিতেই থাকতেন। রগরগে সেই ঘনিষ্ঠ দৃশ্য যে অল্প সময়েই শ্যুট করা হয়ে গিয়েছে, তাতে নিস্তার গোটা টিমের।
হীরামান্ডিতে নবাবের চরিত্রে অভিনয় করেছেন শেখর সুমন। মদ্যপ অবস্থায় মল্লিকাজান মনীষা কৈরালার সঙ্গে ঘোড়ার গাড়িতে করে চলেছেন শেখর। এরপরই যৌনখিদে জেগে উঠে তাঁর মধ্যে, মল্লিকাজানের দিকে পিছন ঘুরে চিৎকার করে তাঁর নাম ধরে ডাক দিতে থাকেন নবাব। জুম এন্টারটেনমেন্টকে অভিনেতা জানান, চিত্রনাট্যে ওই দৃশ্যটি না থাকায়, শুরুতে বনশালি তাঁর সঙ্গে আলোচনা করেন এবং অভিনেতার অনুমতি নেন। শেখরের কথায় খুব সহজেই দৃশ্যটি একটা হাস্যকর দৃশ্য পরিণত হতে পারত, তবে চরিত্রের যন্ত্রণা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
অভিনেতা বলেন, 'আমি আমার লাইন শিখে সব প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। দৃশ্যটি শুরু হওয়ার ঠিক আগে, বনশালি আমাকে ডেকে বললেন, 'আমি এটির একটি উদ্ভট ব্যাখ্যার কথা ভেবেছি, আপনি কি এটির জন্য তৈরি আছেন?' দৃশ্যটিতে নবাব চলন্ত গাড়ি থেকে প্রস্রাব করছেন এবং তার মদ্যপ অবস্থায় মল্লিকাজানের সাথে মিলিত হওয়ার কথা ভেবে সেই অবস্থাতেই যৌন উত্তেজনা উপভোগ করছেন।' পরিচালকের কথার সঙ্গে অমত করেননি শেখর। অভিনেতার সঙ্গে প্রতিটা দৃশ্য আলোচনা করেন বনশালি, উদ্ভট হলেও পরিচালকের উপর আস্থা করে ওরাল সেক্সের দৃশ্যটি তুলে ধরেছেন শেখর।