এবার সরাসরি তৃণমূল বিধায়কের মায়ের বিরুদ্ধে ১০০ দিনের কাজের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভারতীয় জনতা যুব মোর্চার সভায় বক্তব্য রাখতে গিয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের মা-কে কাঠগড়ায় তোলেন তিনি। দাবি করেন, মনরেগার প্রায় ৭৫ কোটি টাকা ‘ঝেড়েছেন’ তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গকে ৫৪ হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই টাকা কোথায় গেল? এর পাশেই গণশা বলে একটা MLA আছে। গণশা মণ্ডল, কুলতলির MLA. তার মা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। নাম হল মৌরিবালা মণ্ডল। আমি শুধু ১টা গ্রাম পঞ্চায়েত বলে যাচ্ছি। ওই মৌরিবালা মণ্ডল একা ৭৫ কোটি টাকা মনরেগায় ঝেড়েছে। ১৭টা পুকুর কেটেছে একটাও পুকুর নাই। আর কলাগাছ বসিয়ে বলেছে ফলের বাগান। এখান আম, জাম, পেয়ারা আর কিছুই যেন হয় না। কলাগাছ বসিয়েছে। যাতে দিল্লি থেকে তদন্ত হলে কলাগাছের অস্তিত্ব যেন না থাকে’।
এদিন শুভেন্দু অধিকারী ফের ১০০ দিনের কাজের শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, চোরেদের ধরে জেলে ভরলেই ১০০ দিনের কাজের টাকা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। আপনাদের পাওয়া একটি টাকাও মার যাবে না। আপনারা শুধু কাগজ গুছিয়ে রাখুন।