বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কাঁথিতে তৃণমূলকে ‘হায়দরাবাদের একটা পার্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

কাঁথিতে তৃণমূলকে ‘হায়দরাবাদের একটা পার্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

শুক্রবার কাঁথির ডরমেটরি ময়দানে শুভেন্দু অধিকারী। 

বিজেপিতে যোগ দিলেন সৌমেন্দু অধিকারী-সহ তৃণমূলের ১৫ জন কাউন্সিলর

কাঁথিতে সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের মঞ্চ থেকেই ফের একবার তৃণমূলকে আক্রমণ করলেন দাদা শুভেন্দু। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলকে ফের জবাব দিলেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ৩০ জানুয়ারির মধ্যে জেলায় নকল ভোটিং মেশিন দেখানোর লোক পাবে না তৃণমূল। 

এদিন কাঁথির ডরমেটরি ময়দানে শুভেন্দুর গলায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তৃণমূলের সমালোচনা। এই মাঠেই গত ২৩ ডিসেম্বর সভা করেছিল তৃণমূল। শুরুতে তিনি বলেন, ‘আমি ইংরাজি নববর্ষের থেকে বেশি কল্পতরু উৎসব পালন করি’। সবাইকে কল্পতরু উৎসবের শুভেচ্ছাও জানান তিনি। 

এর পরই তৃণমূলকে আক্রমণ শুরু করেন তিনি। কাঁথি-সহ রাজ্যের পুরসভা ও পুরনিগমগুলিতে নির্বাচন না হওয়ায় কাঠগড়ায় তোলেন রাজ্য সরকারকে। বলেন, ‘এই সরকার ভোটকে ভয় পায়। সবাইকে ঝুলিয়ে রেখেছে। আর ভোট করলেই পঞ্চায়েতের মতো অবস্থা হবে। ভোট লুঠ করবে আর পরের ভোটে হারবে। তাই পৌরসভা, করপোরেশনের ভোট করার ক্ষমতা নেই’। 

এর পরই মেদিনীপুর থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন তিনি বলেন। ‘আমি আর দিলীপ ঘোষ মিলে মাইনাস থাকা আসনগুলোকে প্লাস করতে করতে যাবো। আজ পয়লা জানুয়ারি, বছরের প্রথম দিন, শপথ নিলাম। প্রতিদিন এরকম যোগদান মেলা হবে। আগামিকাল হলদিয়া উন্নয়ন ব্লকের দাড়িবেড়িয়াতে হবে। গণতান্ত্রিক ভাবে, শিষ্টাচার মেনে ৩০ জানুয়ারির মধ্যে আমরা এমন পরিস্থিতি তৈরি করবো তাতে ভারতীয় জনতা পার্টি এখানে নিরঙ্কুশ নয়, ১০০ শতাংশ সাফল্যের জায়গায় পৌঁছে যাবে। তৃণমূল কংগ্রেস বুথে বাড়ি বাড়ি গিয়ে নকল ভোটিং মেশিন দেখানোর মতো লোক তারা খুঁজে পাবে না’। 

তৃণমূলকে উৎশৃঙ্খলের দল বলে দাবি করে শুভেন্দু বলেন, ‘২৩ তারিখে এখানে একটা মিছিল হয়েছে, কাদের মিছিল? উৎশৃঙ্খল কিছু লোক। বিজেপির পতাকা ছিঁড়েছে, আমার ছবি কোথাও ছিঁড়েছে, কোথাও কালি লাগিয়েছে। এর উত্তর দেওয়ার মতো আমাদের লোক আছে। কিন্তু আমি বলেছিলাম, না করতে দেও। এদের স্বরূপটা লোকে দেখুক’।

তৃণমূলের সভাকে ‘হায়দরাবাদের একটা পার্টির মিটিং’ বলে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, ‘আমি তো বাইরে ছিলাম। আমাকে ফোন করে লোকে বলছে, হায়দরাবাদে একটা পার্টি আছে, সেই পার্টির মিটিং হচ্ছে ডরমেটোরির মাঠে। পার্টির নামটা আমি আর বলছি না। ওটা কোনও পার্টির মিটিং ছিল না। এসেছিলেন গার্ডেনরিচ আর মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী আর তোলাবাজ ভাইপোর জ্যাঠামশাই’।

মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় বলে তৃণমূল সাংসদের মন্তব্যে বদলা নেওয়ার ডাক দেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। বলেন, ‘২০০৯ সালে মহিষাদলে প্রণব মুখোপাধ্যায় প্রচারে এসে বলেছিলেন, আপনারা শুভেন্দুকে জেতান। ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী, আবগারি মন্ত্রী। চাকরি তো দিতে পারেননি বেকারদের ২০ টাকার পাউচ বিক্রির ব্যবস্থা করেছেন। সেই পাউচ খেয়ে, জর্জ ফার্নান্ডেজের টাকায় তৈরি তৃণমূল ভবনে বসে দলের এক সাংসদ বললেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়। বদলা নেবেন না আপনারা? অবিভক্ত মেদিনীপুর প্রশাসনিকভাবে ত্রিখণ্ডিত। কিন্তু আমরা বদলা নেব এবারের নির্বাচনে’।

তৃণমূল কোম্পানি হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘গত ১২ দিন ধরে সমানে গালাগালি করে যাচ্ছে। যত রকম গালাগালি। সোশ্যাল মিডিয়ায় কী একটা কোম্পানিকে নিয়ে এসেছে। ৪০০ কোটি না ৫০০ কোটি জানি না। আপনারা বলতে পারেন, আপনি তো ভিতরেই ছিলেন তাহলে কেন জানেন না? ওখানে জানার কোনও সুযোগ নেই। ওটা কোম্পানি, ওটা এখন আর পার্টি নেই। দেড়জনের পার্টি, পিসি আর ভাইপো। বাকিগুলোকে কর্মচারী করে দিয়েছে’। 

এদিনের সভায় শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন কাঁথি পুরসভার অপসৃত প্রশাসক সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন আরও ১৫ জন প্রাক্তন কাউন্সিলর। তাঁদের মধ্যে ১৩ জন সশরীরে সভায় হাজির ছিলেন। বাকি ২ জন শারীরিক অসুস্থতার জন্য চিঠি পাঠিয়ে বিজেপিতে যোগদান করেন। এর ফলে ২১ আসনের কাঁথি পুরসভায় ১৫ জন প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। 

 

বাংলার মুখ খবর

Latest News

শাহজাহানের 'ডেরা'-য় আরও বোমা-অস্ত্র? সন্দেশখালিতে NSG, রোবট নামিয়ে চলছে অভিযান 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং আবারও একসঙ্গে ফিরছেন CID-র দয়া ও অভিজিৎ, জানুন কবে, কখন এবং কোথায়? IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.