বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'খিদে পেয়েছে', বন্দুক দেখিয়ে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস খেল ডাকাতরা! তারপর চলল লুঠ

'খিদে পেয়েছে', বন্দুক দেখিয়ে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস খেল ডাকাতরা! তারপর চলল লুঠ

ব্লক তৃণমূল সভাপতির বাড়িতে ডাকাতির পর দৃশ্য। ছবি, সৌজন্যে ফেসবুক @Ayon Mukherjee 

তাদের লুঠের কায়দা দেখে কার্যত অবাক পুলিশ। তার ওপর একজন তৃণমূল সভাপতির বাড়িতে লুঠের ঘটনায় হইচই পড়ে গিয়েছে। 

ডাকাতি করতে গিয়ে ফ্রিজে থাকা মিষ্টি, পানীয় সাবাড় করে দিল ডাকাতের দল। তারপরেই লক্ষাধিক টাকার সোনার গহনা সহ বহু টাকা নিয়ে চম্পট। এরকমই ডাকাতির ঘটনা ঘটল তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির বাড়িতে।

গত শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডালে তৃণমূল নেতা তথা ইসিএলের কর্মী সুকুমার ভট্টাচার্যের বাড়িতে সংস্থার ছোড়া রিজিওনাল হাসপাতালের কর্মী আবাসনে এভাবে লুঠ করে পালাল দুষ্কৃতীরা। তাদের লুঠের কায়দা দেখে কার্যত অবাক পুলিশ। তার উপর একজন তৃণমূল সভাপতির বাড়িতে লুঠের ঘটনায় হইচই পড়ে গিয়েছে।

তৃণমূল সভাপতি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী শ্রাবণী এবং ছেলে অনীক ভট্টাচার্য সেই সময় বাড়িতে ছিলেন। তিনি তৃণমূলের জামুরিয়া দু'নম্বর ব্লক সভাপতি। জামুড়িয়ার কেন্দা গ্রামে আদি বাড়ি গিয়েছিলেন। একাদশ শ্রেণির ছাত্র অনীক জানান, শনিবার রাত পৌনে তিনটে নাগাদ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মাথায় ও মুখে মাফলার জড়িয়ে ৬ জন দুষ্কৃতী তাদের বাড়িতে ঢোকে। এরপরেই তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হিন্দিতে বলে, ‘খিদে পেয়েছে , খাবার চাই।’ এরই মধ্যে একজন বাড়ির ফ্রিজ থেকে মিষ্টির পাত্র বের করে আটটি মিষ্টি খেয়ে নেয়। ঠান্ডা পানীয় সকলে ভাগ করে খেয়ে নেয়। তারপরে আলমারির চাবি চায়। কার্যত সিনেমার কায়দায় বন্দুক দেখিয়ে তাদেরকে সামনে বসিয়ে রেখে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। এরপর চাবি দিয়ে আলমারি খুলে লক্ষাধিক টাকার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শ্রাবণীর অভিযোগ, ‘ছেলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আলমারি এবং গয়না,টাকা কোথায় আছে তা জানতে চাইলে আমি ভয়ে তাদের জানিয়ে দিই।’ সেইসব নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিতেই স্বামিকে ফোন করে সমস্ত বিষয় জানান শ্রাবণী। এ বিষয়ে তৃণমূল সভাপতি জানিয়েছেন, ‘কার এত সাহস হল যে আমার বাড়িতে চুরি করেছে। আমি ভাবতেই পারিনি।’ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) তাহিদ আনোয়ার জানিয়েছেন, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা গ্রিল কেটে ভিতরে ঢুকে ছিল। করা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

বন্ধ করুন