লোকসভার আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের অভিযোগ উঠল বারাকপুর কেন্দ্রে। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে ধুকে তৃণমূলের কাউন্সিলর ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর করা হয়েছে বুলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
আরও পড়ুনঃ ভোটের আগে ফের গুলির আওয়াজে তটস্থ ভাটপাড়া, জখম তৃণমূল সমর্থক, অভিযোগের তিরে বিদ্ধ পদ্ম
কাউন্সিলরের অভিযোগ, তিনি এবং তাঁর ছেলে যখন ভাটপাড়া গোলঘর এলাকায় পার্টি অফিসে ছিলেন সেই সময় দেবরাজ দাস নামে তৃণমূলের এক সক্রিয় কর্মী সামান্য সাধারণ কথাবার্তা নিয়ে তাঁদের মারধর করে। যদিও অভিযুক্ত দেবরাজ নিজেকে তৃণমূলের যুবনেতা বলেই দাবি করেছেন। এপ্রসঙ্গে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর।
অন্যাদিকে, দেবরাজের দাবি, তিনি তাঁর স্ত্রীর বাসিন্দা সার্টিফিকেট নেওয়ার জন্য কাউন্সিলরের কাছে পার্টি অফিসে গিয়েছিলন। কিন্তু, কাউন্সিলর তাঁকে সার্টিফিকেট দিতে অস্বীকার করেন। উলটে কয়েকজন বিজেপি নেতার নাম করে তাঁকে বাবা তুলে তৃণমূল কাউন্সিলর গালিগালাজ করে বলে অভিযোগ। তিনি সার্টিফিকেট না দিয়ে তাঁবকে বিজেপি নেতাদের কাছে যেতে বলেন।
তাঁর পালটা দাবি, তাঁকেই মারধর করেছেন কাউন্সিলর এবং তাঁর ছেলে। গালিগালাজের প্রতিবাদ করায় কাউন্সিলর এবং তাঁর ছেলে মিলে তাঁকে মারধর করেছেন অবে অভিযোগ দেবরাজের। মঙ্গলবার সন্ধ্যা থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। দেবরাজ। কাউন্সিলর দেবরাজের অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ তোলেন, ওই যুবক এবং তাঁর সমর্থকরা তৃণমূল প্রার্থীকে হারানোর চেষ্টা করছে। ওরা কোনও দলই করে না। ওরা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে ছিল।
তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পাশাপাশি ঘটনাস্থলে যান জগদ্দলের বিধায়ক সোমনাথ। তবে তিনি মারধর বা গোষ্ঠীদ্বন্দের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সামান্য ঝামেলা হয়েছে। বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।