পঞ্চায়েত ভোট গ্রহণ পর্বে রাজ্যে তুমুল অশান্তি ছড়িয়েছিল। পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে। নবান্নের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন অংশে এবার বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর বোর্ড গঠনকে কেন্দ্র করেও অশান্তি ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের উপস্থিতিতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট বাঁধে। ঘটনাস্থলে বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পঞ্চায়েতের বোর্ড গঠনের বিজ্ঞপ্তি আটকে কেন? প্রকাশ্যে এল নানা অজানা কারণ
পঞ্চায়েত সদস্যরা এদিন ব্লক সভাপতি এবং বিধায়কের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতের মধ্যে বহিরাগতদের ঢোকানো হচ্ছে। এমনকী বিধায়কের নির্দেশে পুলিশ ও র্যাফ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। মূলত বোর্ডের প্রধান এবং উপপ্রধান করা নিয়ে ঝামেলার সূত্রপাত। তৃণমূল সূত্রের খবর, বিভাস সর্দার চাইছেন রাখি সর্দারকে প্রধান করতে। অন্যদিকে, পঞ্চায়েতের জয়ী সদস্যরা চাইছেন ডালি সর্দারকে প্রধান করা হোক। এনিয়ে নেতারা দলকে চিঠিও দিয়েছেন।
উল্লেখ্য ওই গ্রাম পঞ্চায়েতে মোট ১৬টি আসন রয়েছে। যার মধ্যে এবার তৃণমূল পেয়েছে ১৪ টি আসন। একটি আসন পেয়েছে নির্দল এবং একটি বিজেপি পেয়েছে। তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যে ১১ জন ডালি সর্দারকে প্রধান করার দাবি জানিয়েছেন। অভিযোগ, মঙ্গলবার সকালে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সামনে উপস্থিত হন দুপক্ষের সমর্থকরা। তাঁরা এনিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বারইপুর থানার আই সি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করার জন্য লাঠির চার্জ করে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পঞ্চায়েত সদস্যরা দাবি করেছেন, পঞ্চায়েতের ভিতর বহিরাগতদের ঢোকানো হচ্ছে। ব্লক সভাপতি ও বিধায়কের লোকজন তাঁদের উপর হামলা চালিয়েছে। পুলিশকে তাঁদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ১৬ অগাস্টের মধ্যে পঞ্চায়েতের তিনটি স্তরে বোর্ড গঠবের প্রক্রিয়া শেষ করতে হবে। বোর্ড গঠনে যাতে কোনও অশান্তি না ছাড়াই তার জন্য পুলিশ প্রশাসনকেও সতর্ক করেছে নবান্ন। তা সত্ত্বেও বোর্ড গঠনকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় বারুইপুরের ওই গ্রাম পঞ্চায়েতে।