বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বারুইপুরে বিধায়কের সামনেই বোর্ড গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, হামলার পর পুলিশের লাঠিচার্জ

বারুইপুরে বিধায়কের সামনেই বোর্ড গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, হামলার পর পুলিশের লাঠিচার্জ

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা। নিজস্ব ছবি।

পঞ্চায়েত সদস্যরা এদিন ব্লক সভাপতি এবং বিধায়কের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতের মধ্যে বহিরাগতদের ঢোকানো হচ্ছে। এমনকী বিধায়কের নির্দেশে পুলিশ ও র‌্যাফ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। মূলত বোর্ডের প্রধান এবং উপপ্রধান করা নিয়ে ঝামেলার সূত্রপাত।

পঞ্চায়েত ভোট গ্রহণ পর্বে রাজ্যে তুমুল অশান্তি ছড়িয়েছিল। পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে। নবান্নের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন অংশে এবার বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর বোর্ড গঠনকে কেন্দ্র করেও অশান্তি ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের উপস্থিতিতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট বাঁধে। ঘটনাস্থলে বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: পঞ্চায়েতের বোর্ড গঠনের বিজ্ঞপ্তি আটকে কেন?‌ প্রকাশ্যে এল নানা অজানা কারণ

পঞ্চায়েত সদস্যরা এদিন ব্লক সভাপতি এবং বিধায়কের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতের মধ্যে বহিরাগতদের ঢোকানো হচ্ছে। এমনকী বিধায়কের নির্দেশে পুলিশ ও র‌্যাফ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। মূলত বোর্ডের প্রধান এবং উপপ্রধান করা নিয়ে ঝামেলার সূত্রপাত। তৃণমূল সূত্রের খবর, বিভাস সর্দার চাইছেন রাখি সর্দারকে প্রধান করতে। অন্যদিকে, পঞ্চায়েতের জয়ী সদস্যরা চাইছেন ডালি সর্দারকে প্রধান করা হোক। এনিয়ে নেতারা দলকে চিঠিও দিয়েছেন। 

উল্লেখ্য ওই গ্রাম পঞ্চায়েতে মোট ১৬টি আসন রয়েছে। যার মধ্যে এবার তৃণমূল পেয়েছে ১৪ টি আসন। একটি আসন পেয়েছে নির্দল এবং একটি বিজেপি পেয়েছে। তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যে ১১ জন ডালি সর্দারকে প্রধান করার দাবি জানিয়েছেন। অভিযোগ, মঙ্গলবার সকালে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সামনে উপস্থিত হন দুপক্ষের সমর্থকরা। তাঁরা এনিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বারইপুর থানার আই সি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করার জন্য লাঠির চার্জ করে বলে অভিযোগ।  যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পঞ্চায়েত সদস্যরা দাবি করেছেন, পঞ্চায়েতের ভিতর বহিরাগতদের ঢোকানো হচ্ছে। ব্লক সভাপতি ও বিধায়কের লোকজন তাঁদের উপর হামলা চালিয়েছে। পুলিশকে তাঁদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ১৬ অগাস্টের মধ্যে পঞ্চায়েতের তিনটি স্তরে বোর্ড গঠবের প্রক্রিয়া শেষ করতে হবে। বোর্ড গঠনে যাতে কোনও অশান্তি না ছাড়াই তার জন্য পুলিশ প্রশাসনকেও সতর্ক করেছে নবান্ন। তা সত্ত্বেও বোর্ড গঠনকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় বারুইপুরের ওই গ্রাম পঞ্চায়েতে।

বাংলার মুখ খবর

Latest News

থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.