জিম্বাবোয়ের বিরুদ্ধে আগের দু'টি টি-টোয়েন্টিতেই হেসে খেলেই জিতেছে বাংলাদেশ। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেন জিম্বাবোয়ে। বাঁচানোর চেষ্টা করেন সিরিজে হার। তবে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক করে সিরিজ হাতছাড়া করল জিম্বাবোয়ে। এদিকে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি ৯ রানে জিতে, দু'ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশে ৫ উইকেটে ১৬৫ রান করেছিল। জবাবে রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ৯ উইকেটে ১৫৬ রান করে।
আরও পড়ুন: T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন MI-এর ব্যাটিং কোচ
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা যে খুব ভালো করেছিল, এমনটা নয়। ২৯ রানে ২ উইকেট হারায় তারা। ৬০ রানে পড়ে তিন উইকেট। ১৫ বলে ১২ করে সাজঘরে ফেরেন লিটন দাস। তিনে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ বলে ৬ করে আউট হন। এর পর তানজিদ হাসান এবং তৌহিদ হৃদয় মিলে হাল ধরার চেষ্টা করলেও, এই জুটি দীর্ঘস্থায়ী হয়নি। তবে ২২ বলে ২১ করে তানজিদ আউট হলে, তৌহিদ হৃদয় জুটি বাঁধেন জাকের আলির সঙ্গে।
আরও পড়ুন: জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন ইয়ান বিশপ
এই জুটি চতুর্থ উইকেটে যোগ করে ৮৭ রান। এটাই বাংলাদেশের অক্সিজেন হয়। তৌহিদ ৩৮ বলে ৫৭ করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার, দু'টি ছক্কা। জাকের ৩টি চার, ২টি ছয়ের হাত ধরে ৩৪ বলে ৪৪ করেন। ৪ বলে ৯ করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ৪ বলে অপরাজিত ৬ করেন রিশাদ হোসেন। জিম্বাবোয়ের ব্লেসিং মুজরাবানি ৩ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে নড়বড় করছিল জিম্বাবোয়ে। দলীয় ১৬ রানের মাথায় ওপেনার জয়লর্ড গাম্বির (৮ বলে ৯) উইকেট হারায় জিম্বাবোয়ে। তিনে নেমে ব্রায়ান বেনেটও ব্যর্থ হন। হতাশ করেন ক্রেগ আরভিন (৭ বলে ৭), সিকান্দার রাজা (৫ বলে ১), ক্লাইভ মাদান্ডে (১৬ বলে ১১)। ওপেন করতে নেমে তাদিওয়ানাশে মারুমনির ২৬ বলে ৩১ রান, সাতে নেমে জোনাথন ক্যাম্পবেলের ১০ বলে ২১ রান এবং দশে ব্যাট করতে আসা ফরাজ আক্রমের ১৯ বলে ৩৪ রানের হাত ধরে কিছুটা লড়াই করেছিল জিম্বাবোয়ে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে তাদের সিরিজ হাতছাড়া করতে হয়। বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছেন মহম্মদ সইফুদ্দিন, রিশাদ হোসেন নিয়েছেন ২ উইকেট।