কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত ৬ অগাস্ট ব্লকে ব্লকে ধর্না মঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস। তবে সেই ধর্না মঞ্চের কর্মসূচিতে দেখা দিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যে দুই গোষ্ঠীর মারামারিতে আহত হয়েছেন ব্লক সভাপতি। রাজ্যের মন্ত্রী এবং পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, গত রবিবার বাঁকুড়ার খাতড়ায় তৃণমূলের ধর্না কর্মসূচিতে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় উত্তেজনা
জানা গিয়েছে, এই দিন খাতড়া শহরে তৃণমূলের ধর্না কর্মসূচি ছিল। তাতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মহাপাত্র। এদিনের ধর্না কর্মসূচিতে সেখানে যোগ দিয়েছিলেন রানীবাঁধের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। ঘটনাটি ঘটেছে তাঁর উপস্থিতিতেই। শুধু তাই নয়, তাঁর গোষ্ঠীর কিছু লোকজন ব্লক সভাপতিকে মারধর করেছে। জানা গিয়েছে, ব্লক সভাপতির গোষ্ঠীর সঙ্গে মন্ত্রীর গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই। এদিন ধর্না মঞ্চে সেই দ্বন্দ্ব তীব্র আকার নেই। তানিয়ে তৃণমূলের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে খাতড়া ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত মহাপাত্র দাবি করেছেন, মন্ত্রী থাকাকালীন তাঁর অনুগামীরা তাঁকে মারধর করেছেন। তাঁর লোকজন মিছিল করে এসে তাঁকে মারধর করে। কোনওভাবে তিনি সেখান থেকে পালিয়ে বাঁচেন। তাঁর আরও অভিযোগ, খাতড়া থানার আইসি সেখানে ছিলেন। মন্ত্রীর মদতেই তাঁকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন।
যদিও এই বিষয়ে জোৎস্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি দীনবন্ধু সিং মহাপাত্র মারধরের কথা অস্বীকার করেছেন ।তিনি বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। তবে সেখানে ঠেলাঠেলি হয়েছে শুনেছি। পুরো বিষয়টি আমার জানা নেই। ’
প্রসঙ্গত, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে প্রথমে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। অনেক থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। পরে মামলা গড়ায় আদালত পর্যন্ত । শেষে ঠিক হয় ব্লকে ব্লকে কর্মসূচি করা হবে ধর্না মঞ্চ করা হবে। সেই মতো রবিবার রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।