আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে প্রকাশ্যে এল দলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ জেলায়। কমপক্ষে ৬ থেকে ৭টি জায়গায় উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে। এমনকী তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোট সিপিএম দিয়েছে বলে অভিযোগ। ব্যালট বক্স ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন ঘিরে তৃণমূলের দুই।গোষ্ঠীর মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়।
সোমবার মুর্শিদাবাদের ৭টি ব্লকের তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোট সম্পন্ন হয়েছে। এর জন্য জেলার বড়ঞার কুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে জনসংযোগ যাত্রার অধিবেশন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে প্রার্থী বাছাই ভোট সম্পন্ন হয়। ভোট চলাকালীন প্রবল উত্তেজনা ছড়ায়। ভরতপুরের এক নম্বর ব্লকের জজান গ্ৰাম পঞ্চায়েতে ব্যালট বক্স ফেলে দেওয়া হয়। এছাড়াও উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞা বিধানসভার পাঁচথুপি। সেখানে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে সিপিএম কর্মীরা ভোট দিয়েছে বলে অভিযোগ ওঠে। তাতে তৃণমূলের বুথ সভাপতির নাম ছিল না বলে অভিযোগ। অন্যদিক, ভরতপুর বিধানসভার আলুগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতেও প্রার্থী বাছাই নির্বাচন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়ন করা হয় পুলিশ। এছাড়া আরও বেশ কিছু জায়গায় উত্তেজনা ছড়ায়।
এদিকে, তৃণমূলের অধিবেশন সভায় প্রাক্তন ব্লক সভাপতি জালাল উদ্দিন শেখের প্রবেশ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সাগরদিঘি। অভিযোগ, ওই তৃণমূল নেতার অধিবেশন সভায় ঢোকার কোনও অনুমতি ছিল না। তা সত্ত্বেও তিনি সভায় ঢুকেছিলেন। যদিও তৃণমূল নেতার দাবি, বুথ সভাপতি তাঁকে প্রবেশের সুযোগ করে দিয়েছেন।
উল্লেখ্য, গত রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি হয়। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। ব্যালটে ভোট দেওয়া নিয়ে তৃণমূল কর্মীদের হাতাহাতি বাঁধে। এছাড়া পছন্দের প্রার্থী না থাকায় বেলডাঙা, রামপাড়া, দাদপুর-সহ একাধিক জায়গায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার অবশ্য বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল পুলিশকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup