বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC MLA Humayun Kabir: যদি ক্ষমতা থাকে…তৃণমূল ব্লক সভাপতিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

TMC MLA Humayun Kabir: যদি ক্ষমতা থাকে…তৃণমূল ব্লক সভাপতিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

শুক্রবার ভরতপুরে সাংগঠনিক সভাতে বিধায়য়ক হুমায়ুন কবীর ভরতপুর ১ নম্বর ব্লকের সভাপতি নজরুল ইসলাম টারজেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বিধায়ক বলেন, ‘এখানকার ব্লক সভাপতি নজরুল ইসলাম নিজেকে সর্বেসর্বা ভাবছেন। ওনার কাছে দলের কর্মীরা সম্মান পাচ্ছেন না। তাই যদি ক্ষমতা থাকে সরাসরি লড়ুন।’

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত ভোট নিয়ে সাংগঠনিক সভা থেকে দলের ব্লক সভাপতিকে করা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, ৫০ শতাংশ প্রার্থী দাঁড় করানোর দায়িত্ব তাঁর, বাকি ৫০ শতাংশের দায়িত্বে তিনি থাকবেন না। সেখানে কীভাবে প্রার্থী দাঁড়ায় সে বিষয়ে ব্লক সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

শুক্রবার ভরতপুরে সাংগঠনিক সভাতে বিধায়য়ক হুমায়ুন কবীর ভরতপুর ১ নম্বর ব্লকের সভাপতি নজরুল ইসলাম টারজেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বিধায়ক বলেন, ‘এখানকার ব্লক সভাপতি নজরুল ইসলাম নিজেকে সর্বেসর্বা ভাবছেন। ওনার কাছে দলের কর্মীরা সম্মান পাচ্ছেন না। তাই যদি ক্ষমতা থাকে সরাসরি লড়ুন। আপনি কালই উত্তরদিক থেকে মিছিল নিয়ে আসুন। আর আমি দক্ষিণ দিক থেকে মিছিল নিয়ে যাব। দেখে নেব কার কত ক্ষমতা। উনি যদি দুহাজার লোক নিয়ে মিছিল করেন আমরাও দুহাজার লোক নিয়ে মিছিল করব। আমাদের স্লোগান হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।’ এরপরেই পঞ্চায়েত ভোটের প্রার্থী প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘এই বিধানসভা এলাকায় থেকে ৫০ শতাংশ প্রার্থী আদায় করে আনব। যোগ্য ব্যক্তিদের প্রার্থী করব এবং তাদের ভোটে নির্বাচিত করব। জোর করে নয় ভালোবেসে।’ ব্লক সভাপতিকে কটাক্ষ করে বলেন, ‘তুমিও ৫০ শতাংশ প্রার্থী নিয়ে এসে জিতিয়ে দেখাও। আমার হয়ে তোমাকে প্রচার করতে হবে না, তোমার হয়ে আমিও প্রচার করতে যাব না। দেখি তুমি কতজন প্রার্থীকে জিতিয়ে আনতে পারো!’ 

তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানি এবার প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে জেলা এবং রাজ্য নেতাদের ক্ষমতা রয়েছে। ব্লক নেতৃত্ব বা বিধায়কদের হাতে এই ক্ষমতা নেই। কিন্তু, ব্লক সভাপতি প্রচার করে বেড়াচ্ছেন তিনিই নাকি প্রার্থী বেঁচে নেবেন। বিধায়কের মিটিং মিছিলে গেলে কাউকে প্রার্থী করা হবে না। সময় যখন আসবে তখন দেখব কে কত খেলতে পারে!’ যদিও ব্লক সভাপতি পালটা বলেন, ‘ওনার ক্ষমতা আমার থেকে তো বেশি হবেই। কারণ উনি এখানকার বিধায়ক। তবে আমি এখানে ক্ষমতা দেখাতে আসিনি। দল করতে এসেছি। আমি সমস্ত কর্মীকেই সম্মান করি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন