একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য–রাজনীতিতে অনেকগুলি দৃশ্য দেখা দেয়। তার মধ্যে একটা দৃশ্য সবার মনে থাকার মতো। সেটি হল—অধুনা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেটা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে রাজপথে চোখের জল ফেলে ইস্তফা দিয়ে ছিলেন। এখন তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। আর ত্রিপুরার দায়িত্বে রয়েছেন। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় আবার ডোমজুড়ে রাজনীতি করার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেটা মেনে নেবেন না। বরং ক্ষোভের বহিপ্রকাশ ঘটবে বলে শনিবার ডুমুরজলা স্টেডিয়ামে জেলার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে রাজীবের নাম না করে এমনই মন্তব্য করেন হাওড়া জেলা সদরের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
এদিকে একদা ডোমজুড় বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একটা বড় মুখ ছিলেন। এমনকী মানুষ তাঁকে ভালবাসতেন। জেলার রাজনীতিতে পরিচিত মুখ রাজীব সক্রিয় ছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তখন নানা কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেছিলেন। কিন্তু তারপরও ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেও তিনি বড় ভোটের ব্যবধানে হেরে যান। ওই কেন্দ্র থেকে জয়ী হন হাওড়া সদরের এখন তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। কল্যাণবাবুও মানুষের খুব প্রিয় পাত্র। আর জেতার পর থেকে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েন তিনি। তখন থেকেই জেলার রাজনীতিতে পিছিয়ে পড়েন রাজীব। এখন তাঁকে আর হাওড়া জেলায় দেখা যায় না।
অন্যদিকে সেই ফলাফল প্রকাশের পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসতে হয়। আর ফিরে এসে আগের দাপট দেখাতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকী ডোমজুড়ে বেশ কয়েকবার ঢোকার চেষ্টা করলে রাজীব বন্দোপাধ্যায়কে কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমন পরিস্থিতি দেখে বেশ ধাক্কা খান রাজীব। তারপর থেকে ত্রিপুরা নিয়েই পড়ে আছেন। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় রাজীবের অগ্নিপরীক্ষা। কারণ আগের সবকটি নির্বাচনে সেখানে বড় আকারে ঘাসফুল ফোটাতে পারেননি রাজীব। তবে জোমজুড়ের বেশ কয়েকটি দুর্গাপুজো এবং কালীপুজোর উদ্বোধনে রাজীবকে আবার দেখা গিয়েছে। তাই গুঞ্জন শুরু হয়। সেটার রাস্তা যে বন্ধ বুঝিয়ে দেন বিধায়ক।
আরও পড়ুন: চার রাজ্যের ফলপ্রকাশের পর কি বঙ্গ–বিজেপিতে ভাঙন? কুণালের সংখ্যাতত্ত্বে গুঞ্জন
ঠিক কী বলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক? রাজীবের সক্রিয় হওয়ার গুঞ্জনে চর্চা তুঙ্গে ওঠে। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ ঘোষ স্পষ্ট বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে দলে নিলেও ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে মেনে নেবেন না।’ তৃণমূল কংগ্রেস সদরের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরে থাকতে হবে। তবেই সবকিছু বজায় রাখা যাবে।’