২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন থেকেই তৎপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টকে সাফল্যের সঙ্গে করতে মরিয়া পিসিবি। সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য ইতিমধ্যে তারা তিনটি ভেন্যু প্রস্তাব করেছে।
আইসিসি ভেন্যু পরিদর্শন করার জন্য একটি দল পাঠানোর পর, পিসিবি চূড়ান্ত ভেন্যু নিয়ে তাদের প্রস্তাব পেশ করে। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, পিসিবির প্রস্তাবে নাম দেওয়া তিনটি শহর হল লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি।
২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে বলে বোর্ড এই ভেন্যুগুলিকে আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ সংস্করণ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সংস্করণে পাকিস্তান ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল।
আরও পড়ুন: কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি, ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস
প্রাথমিক ভাবে, এটিকে টুর্নামেন্টের শেষ সংস্করণ বলে মনে করা হয়েছিল, কিন্তু আইসিসি এটিকে ২০২৩-২৭ চক্রের জন্য পুনরুজ্জীবিত করেছে, পাকিস্তানকে ২০২৫ সংস্করণের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে ম্যাচের সময় সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছিল, এবং আমাদের খুব ভালো মিটিং হয়েছে। ওরা এখানে সব ব্যবস্থা খতিয়ে দেখেছে। এবং আমরা ওদের সঙ্গে স্টেডিয়াম আপগ্রেড পরিকল্পনা শেয়ার করব এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে, পাকিস্তানে যাতে একটি খুব ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারে।’
আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত, ভাইরাল হল সেই ভিডিয়ো
ভেন্যুগুলিকে আপগ্রেড করতে এবং শীর্ষস্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পিসিবি-র সব রকম প্রচেষ্টা থাকবে। এবং টুর্নামেন্টকে সফল করতে যাবতীয় ব্যবস্থা নেবে তারা। তবে প্রতিযোগিতায় অংশ নিতে ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার মেঘ রয়েছে।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি
এদিকে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য নতুন হেড কোচ এবং কোচিং স্টাফের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাদা বলের ক্রিকেটে কোচ করা হল ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে। লাল বলের ক্রিকেটের দায়িত্বে থাকবেন জেসন গিলেসপি। ক্রিকেটের তিন ফরম্যাটেই সহকারী কোচের ভূমিকায় থাকবেন আজহার মেহমুদ।
আইপিএল শেষ হলেই পাকিস্তান দলের দায়িত্ব নেবেন কার্স্টেন। ২০২৬ টি২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে পিসিবি। আসন্ন টি২০ বিশ্বকাপের পাশাপাশি, পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, টি২০ এশিয়া কাপ এবং ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি২০ বিশ্বকাপের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকান কোচ। এছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই। অন্যদিকে আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ থেকে দায়িত্ব নেবেন জেসন গিলেসপি। এরপর ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর কোচিংয়েই খেলবে পাকিস্তান টেস্ট দল।