বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC MP: ‘‌কেন্দ্রীয় সরকারের হাফপ্যান্ট পরা রেলমন্ত্রী ছিলেন’‌, অধীরকে তুলোধনা শান্তনুর

TMC MP: ‘‌কেন্দ্রীয় সরকারের হাফপ্যান্ট পরা রেলমন্ত্রী ছিলেন’‌, অধীরকে তুলোধনা শান্তনুর

শান্তনু সেন, রাজ্যসভার সাংসদ 

ইদানিং অধীর চৌধুরী নানা জায়গায় সভা–সমাবেশ করে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা কটূক্তি করছেন। বরাবর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বলেই পরিচিত। আর একদিন আগেই কান্দির জীবন্তির এই জায়গায় সভা করেছিলেন অধীর চৌধুরী। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন।

এবার বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে একসময়ের হাফ–প্যান্ট পরা মন্ত্রী বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন। সোমবার মুর্শিদাবাদে গিয়ে নাম না করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে তুলোধনা করেন তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের জন্য অনেক কাজ করেছিলেন। ১০০ দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় এই জেলার সাংসদকেও কটাক্ষ করেন তিনি।

ঠিক কী বলেছেন শান্তনু?‌ এখানের সভা থেকে শান্তনু সেন বলেন, ‘‌কিছুদিনের জন্য কেন্দ্রীয় সরকারের হাফপ্যান্ট পরা রেলমন্ত্রী ছিলেন। আর মন্ত্রী হওয়ার পরই তাঁর প্রথম কাজ ছিল রেলের ভাড়া বাড়ানো। রেল, মেট্রো খেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ টাকায় ১০০ কিমি যাতায়াতের ব্যবস্থা করেছিলেন। ভাড়া না বাড়িয়ে রেলকে একটা শিল্পের জায়গায় নিয়ে গিয়েছিলেন।’‌

ইদানিং অধীর চৌধুরী নানা জায়গায় সভা–সমাবেশ করে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা কটূক্তি করছেন। বরাবর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বলেই পরিচিত। আর একদিন আগেই কান্দির জীবন্তির এই জায়গায় সভা করেছিলেন অধীর চৌধুরী। সেখানেও সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এবার সে প্রসঙ্গে শান্তনু বলেন, ‘এখানে এসে কুকথার দূষণ ছড়িয়ে গিয়েছেন তিনি।’

ঠিক কী বলছে কংগ্রেস?‌ শান্তনুর মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিয়েছে কংগ্রেসও। এই বিষয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সরাসরি শান্তনুকে আক্রমণ করে বলেন, ‘‌শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের ভাড়াটে নেতা। জেলার নেতারা যা শিখিয়েছেন, সেটাই বলেছেন তিনি। আর অধীর চৌধুরী যখন মন্ত্রী ছিলেন, তখন বোধহয় শান্তনু সেন হাফ প্যান্ট পরতেন।’‌

বন্ধ করুন