আবার তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুরের ইটাহারে। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসতোপ গ্রামে এই ঘটনা ঘটেছে। এই গ্রামের পাশেই ৩৪ নম্বর জাতীয় সড়ক। সেখানেই একটা ধারে তৃণমূল কংগ্রেস কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে তদন্তে নেমেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে ইটাহারে? স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুরের ইটাহারের গটলুর বাসিন্দা কাশেম শেখ। গটলু বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ হন। সারারাত খুঁজেও পাওয়া যায়নি তাঁকে। আজ, শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে। তখনই পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তে পাঠায়।
ঠিক কী বলছেন এলাকার বিধায়ক? এদিকে, এই খুনের ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। টাকাপয়সা সংক্রান্ত বিবাদেই খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী কাশেম শেখ। তবে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীকে পাকড়াও করুক।
পুলিশ কী তথ্য পেয়েছে? অন্যদিকে পুলিশ সুপার সানা আখতার দাবি করেন, খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীকে। তবে কীভাবে খুন করা হয়েছে? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে কাশেম শেখকে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষায় পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই এলাকায় পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে।