শিলিগুড়ির মাটিগাড়ায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধ ডাকল বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মহম্মদ আব্বাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে এই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত।
অভিযুক্তের বাড়িতে বুধবার একদল জনতা ভাঙচূর চালায়। তার প্রতিবেশীদেরও বাড়ি ভাঙচূর করা হয় বলেন অভিযোগ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক জায়গায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চলছে এই অশান্তি।
মঙ্গলবার শিলিগুড়ি আদালতের বাইরে বিক্ষোভ দেখান একদল সাধারণ নাগরিক। অভিযুক্তকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় তাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ।
শিলিগুড়ি, কালিম্পং,দার্জিলিং এবং উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। দোষীর কড়া শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা।
জিটিএ-এর প্রধান অনিত থাপা, বিজেপি সাংসদ রাজু বিস্তা এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন,'এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। তবে ক্রমাগত এই ক্ষোভ-বিক্ষোভ তদন্তের কাজকে ব্যাহত করছে।'
মাটিগাড়ার একটি নির্জন এলাকায় স্কুলের পোশাক পরা অবস্থায় নাবালিকার লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ির ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, 'প্রাথমিক তদন্তে উঠে এসেছে যৌন নির্যাতনের সময় তাকে খুন করা হয়েছে।'
সোমবার গভীর রাতে মাটিগাড়া লেলিন কলোনি এলাকা থেকে আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে প্রমাণ লোপাটের জন্য অভিযুক্তরা একটি ইট দিয়ে নির্যাতিতার মাথা থেতলে দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আব্বাসকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় সে পুলিশকে জানায়, নির্যাতিতার সঙ্গে কয়েক সপ্তাহ আগে তাঁর পরিচয় হয়। কিন্তু তা মানতে পারেনি মেয়েটির স্কুল শিক্ষক এবং পুলিশ।
হিন্দুস্তান টাইমস সিসিটিভি ফুটেজ খতিয়ে গিয়ে দেখাতে পায়, এ অভিযুক্ত সাইকেল চালিয়ে যাচ্ছে। অন্য একটি ফুটেজে দেখা যায় নির্যাতিতা একটি গাড়িতে চড়ছে।
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, ছাত্রীটি অভিযোগ করে, বন্ধুর সঙ্গে বাড়ি যাওয়ার সময় অভিযুক্তরা তাকে উক্তত করছে। শিক্ষক জানিয়েছেন, দ্বিতীয় মেয়েটি সিটি সেন্টারের কাছে বাঁক নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। সেই সময় মেয়েটি একাই ছিল।'