বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WBBSE Class 6 to 10 Exam Dates: কবে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষা? মাধ্যমিকের টেস্টেরও দিনক্ষণ ঘোষণা পর্ষদের
ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দিষ্টভাবে কবে কবে পরীক্ষা হবে, তা ঘোষণা করা না হলেও কতদিনের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে, তা জানিয়ে দেওয়া হল।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সামেটিভ মূল্যায়ন এবং মাধ্যমিকের টেস্টের সূচি:
- প্রথম সামেটিভ মূল্যায়ন: আগামী ৭ মে'র মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম সামেটিভ মূল্যায়ন হবে।
- দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন: আগামী ২০ অগস্টের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন হবে বলে জানিয়েছে পর্ষদ।
- তৃতীয় সামেটিভ মূল্যায়ন: ষষ্ঠ থেকে নবম শ্রেণির তৃতীয় সামেটিভ মূল্যায়ন আগামী ২৫ নভেম্বরের আগে হবে না। তবে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সেই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে।
- তৃতীয় সামেটিভ মূল্যায়ন বা মাধ্যমিকের টেস্ট: আগামী ১৭ নভেম্বরের আগে মাধ্যমিকের টেস্ট হবে না। তবে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট সম্পূর্ণ করতে হবে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, সামেটিভ মূল্যায়নের প্রশ্নপত্র তৈরি করবে সংশ্লিষ্ট স্কুল। সেই প্রশ্নের ধরন কেমন হবে, পাঠ্যক্রম কেমন হবে, কোন বিষয়ে কত নম্বর থাকবে, তা মেনে চলতে হবে। পুরো পাঠ্যক্রমের উপরই পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে সব স্কুলগুলিকে পর্ষদের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, 'প্রতিটি স্কুলকে নিজেদের প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং প্রশ্নপত্রের উপর প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।'
বাংলার মুখ খবর