শীত ধাপে ধাপে বিদায় নিচ্ছে বঙ্গ থেকে। এই আবহে সংক্রান্তির ভোর থেকেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। দিনভর এভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কলকাতায়। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আজ বৃষ্টিতে ভাসবে। দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে।
এদিকে মেঘাচ্ছন্ন কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপামাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। এদিকে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে পারে শহরে। তাছাড়া বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৭ শতাংশ। রবিবার আকাশ পরিস্কার হলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেই শীতের আমেজ বুধবার পর্যন্ত থাকবে। তারপর ফের রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।
উল্লেখ্য, গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া অফিস শীতের বিদায়ের ইঙ্গিত দিয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করেই চলতি সপ্তাহে ধাপে ধাপে বেড়েছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার থেকেই রাজ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আর আজও পুণ্যার্থীদের বৃষ্টিতে ভিজেই মকর সংক্রান্তির গঙ্গাস্নান করতে হবে গঙ্গাসাগরে।