বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পশ্চিমবঙ্গে কবে থেকে ছুটবে লোকাল ট্রেন? জানালেন রেলবোর্ডের চেয়ারম্যান
বড় খবর

পশ্চিমবঙ্গে কবে থেকে ছুটবে লোকাল ট্রেন? জানালেন রেলবোর্ডের চেয়ারম্যান

শীঘ্রই দেখা যাবে এই দৃশ্য। ছবি : সংগৃহীত

  • তিনি বলেন, ‘‌পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমরা সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছি। সেখানে প্রায়শই লকডাউন করা হচ্ছে।’‌

‌দীর্ঘ সময়ের লকডাউন কাটিয়ে এবার চতুর্থ আনলক পর্বে পড়েছে গোটা দেশ। বাস, মেট্রো সবই ধাপে ধাপে খুলে গিয়েছে। এখন সাধারণ মানুষের একটাই জিজ্ঞাস্য, কবে চালু হবে লোকাল ট্রেন?‌ সে ব্যাপারেই বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একটি নির্দিষ্ট ইঙ্গিত দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। এদিন বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন নীতি আয়োগের সিএও অমিতাভ কান্ত।

এদিনের বৈঠকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বললেন, ‘‌সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রস্তুত থাকলে এবং তারা যদি আমাদের জানায় তবেই আমরা শহরতলিতে রেল পরিষেবা পুনরায় চালু করার কথা বিবেচনা করব। এই মুহূর্তে আমাদের করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু করার পদ্ধতির ওপর কাজ করব।’‌

বিশেষ করে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন পরিষেবা ফের চালু করার প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘‌পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমরা সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছি। সেখানে প্রায়শই লকডাউন করা হচ্ছে। আগের মাসে পশ্চিমবঙ্গমুখী কিছু স্পেশ্যাল ট্রেনের পরিষেবাও বন্ধ রাখতে হয়েছিল। যদিও কলকাতায় মেট্রো পরিষেবা ফের চালু হয়েছে। আমরা এখন সরকারের সঙ্গে লোকাল ট্রেন চালু করার বিষয়ে আলোচনা করছি।’‌

মুম্বই, কলকাতা–সহ কিছু শহরে শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাতে গোনা কয়েকটি লোকাল ট্রেন চলছে। এবার মুম্বই শহরে চলা বিশেষ লোকাল ট্রেনে আইনজীবীদের চড়ার অনুমতি দেওয়া হয়েছে। আইনজীবীরা এই পরিষেবা আপাতত ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পাবেন।

বন্ধ করুন