শহরে পথ দুর্ঘটনা অব্যাহত। এবার পথ দুর্ঘটনা সল্টলেকে। সিগন্যাল ভেঙে একটি গাড়ি ধাক্কা মারল অপর একটি গাড়িকে। ঘটনায় ২ মহিলা সহ তিনজন আহত হয়েছেন। যারমধ্যে একজন গাড়িতে ছিলেন। দুটি গাড়ি ও চালকদের আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
রেড রোডে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কা, ক্ষতিগ্রস্ত ট্যাবলো
পুলিশ সূত্রের খবর, গোদরেজ ওয়াটার সাইট বিল্ডিংয়ের দিক থেকে সল্টলেকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। অন্যদিকে, অপর গাড়িটি উইপ্রো মোড়ের দিক থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় সিগন্যাল পড়ে যায়। তখনই একটি গাড়ির চালক বেরিয়ে যাবে ভেবে এগিয়ে যায়। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়।
জয়দেব নাথ নামে একটি গাড়ির চালক জানান, ঘাতক গাড়িটি দ্রুত গতিতে আসছিল। সিগন্যাল থেমে যাওয়ার পরেও ওই গাড়িটি ছুটে আসছিল। সামনে একটি বাইক পড়েছিল। কোনওভাবে বাইক চালক অন্যদিকে বাইক ঘুরিয়ে নেন। তখন দ্রুত গতিতে অন্য একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে গাড়িটি। এরপরে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। ল্যাম্প পোস্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই মহিলা। তারা ছিটকে পড়েন। তবে ল্যাম্পপোস্ট থাকায় তারা সামান্য আঘাত পেয়েছেন। জয়দেবের কথায় ল্যাম্প পোস্ট না থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তার মধ্যে একজন পায়ে এবং একজন মাথায় চোট পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় সাময়িকভাবে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুটি গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন চিকিৎসক।