কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মোটানো হয়নি। এই আবহে শিক্ষক দিবসের দিনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্মীরা আজ একত্রিত হয়ে নীরব প্রতিবাদ দেখান।
1/4প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কথায়, ‘এই প্রতিবাদ আমাদের ক্রমবর্ধমান হতাশার অভিব্যাক্তি। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, এবং সকল ভাতার দীর্ঘদিন ধরে জমে থাকা বকেয়া আমাদের ন্যায্য প্রাপ্য।’
2/4প্রতিবাদীদের আরও বক্তব্য, ‘কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই বিশাল বৈষম্য পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের অধিকার নিয়মিত খর্ব করে চলেছে। শুধু তাই নয়, এর সঙ্গে সমগ্র সরকারি ব্যবস্থার চূড়ান্ত সম্মানহানি হচ্ছে।’
3/4প্রেসিডেন্সি কর্মীরা বলেন, ‘আমরা, শিক্ষাকর্মীরা, প্রতিদিন অপমানিত বোধ করছি। কারণ, বিষয়টি কেবল অর্থনৈতিক নয়; জনসেবায় নিয়োজিত সরকারি কর্মীদের অধিকারকে অনবরত অস্বীকার করা হচ্ছে। এটা প্রাত্যহিক নৈতিক অবক্ষয়। তাই আমাদের আজকের জমায়েত।’
4/4বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কথায়, ‘আজকের প্রতিবাদের মাধ্যমে আমরা রাজ্যের সকল সরকারি কর্মীদের প্রতি সংহতি জানাচ্ছি। সরকারি পরিষেবায় নিযুক্ত কর্মীরা এই অর্থনৈতিক এবং নৈতিক অবমাননার মধ্যেই কাজ করে চলেছেন। সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরাও নিজেদের জীবনের অধিকাংশটাই জনসেবায় উৎসর্গ করেছেন।’