বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata: রোগীর আত্মীয় সেজে হাসপাতালে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগ, তদন্তে পুলিশ

Kolkata: রোগীর আত্মীয় সেজে হাসপাতালে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগ, তদন্তে পুলিশ

 প্রতীকী ছবি।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখ আড়াল করে ওই যুবক হাসপাতালে ঢুকে উপরে উঠে এল, পুলিশ তা খতিয়ে দেখছে।

খোদ কলকাতার বুকে বেসরকারি হাসপাতালের মধ্যে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবককে ১০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, রোগীর আত্মীয় সেজে হাসপাতালের মধ্যে ঢুকে পড়েছিল ওই যুবক। কিন্তু কীভাবে হাসপাতালের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারল ওই যুবক, তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম মহম্মদ সোনু। সোমবার রাতে সোনু রোগীর আত্মীয় সেজে হাসপাতালে ঢুকে পড়ার পর সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে আসে। এক মহিলা আধিকারিক তাঁকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মহিলার অভিযোগ, জিজ্ঞাসাবাদ করায় হাসপাতালের ফ্লোরেই তাঁকে শ্লীলতাহানি করে যুবক। মহিলা চিৎকার করে উঠলে নিরাপত্তারক্ষীরা ছুটে আসে। তখন সোনু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। রাতে হাসপাতালের মধ্যে এভাবে শ্লীলতাহানির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে শেক্সপিয়ার থানার পুলিশ। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখ আড়াল করে ওই যুবক হাসপাতালে ঢুকে উপরে উঠে এল, পুলিশ তা খতিয়ে দেখছে।

বন্ধ করুন