বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অভিষেকের পর তাঁর বাবা অমিত ও মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব EDর

অভিষেকের পর তাঁর বাবা অমিত ও মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব EDর

অভিষেক বন্দ্যোপাধ্যায়।  (PTI)

বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদে রয়েছেন তাঁরা। গত মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ে ED. তার পরই অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে তলবের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করল ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর হিসাবে তাদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলে তাঁদের নোটিশ পাঠিয়েছে ইডি।

ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তলব করেছেন তদন্তকারীরা। বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদে রয়েছেন তাঁরা। গত মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ে ED. ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্রকে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, ২০১৪ সালে যিনি সংস্থা থেকে পদত্যাগ করেছেন সেই সুজয়কৃষ্ণকে আপনারা গ্রেফতার করেছেন, কিন্তু বর্তমান ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করছেন না কেন? আদালতের এই পর্যবেক্ষণের জেরেই অভিষেকের বাবা ও মা-কে ইডির তলব বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবারই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে চিঠি পাঠিয়েছে ইডি। ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। ওই দিন দিল্লিতে রাজ্যের দাবি আদায়ে যন্তরমন্তরে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেই কর্মসূচিতে হাজির থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন দেখার কোথায় হাজিরা দেন তিনি।

 

বন্ধ করুন