কিছুদিন আগে বিভিন্ন দফতরের সচিবদের কাছ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। আর এবার সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য যে পাঠিয়েছে কৃষি দফতর। জানা গিয়েছে, জেলার আধিকারিকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তাতে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ 'ডি' পদে নিয়োগ, মাসিক ২৪,০০০ টাকা বেতন
কেন এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সরকারি কর্মী মহলে এই নির্দেশকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রেই কর্মীদের আশা এবার হয়তো তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। সেই কারণেই তথ্য যে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, যে তথ্য চেয়ে পাঠানো হয়েছে তা একটি নির্দিষ্ট ফরমেটে পাঠাতে বলা হয়েছে। সে ক্ষেত্রে কর্মীদের বেতন কত? কোন বিভাগে কর্মরত রয়েছেন? কতজন কর্মী রয়েছেন? এছাড়া তাদের এমপ্লয়মেন্ট কোড কত? সে বিষয়টিও জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়েছিল ২০১৩ সালে। সেক্ষেত্রে নিয়োগে ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। তারপরে একাধিক সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়।
উল্লেখ্য, মুখ্যসচিব সরকারি দফতর ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভায় ২০১১ সালের মে মাসের পর থেকে যে নতুন কর্মী রয়েছে তাদের তথ্য চেয়ে পাঠিয়েছিলেন। তবে শুধু স্থায়ী কর্মী নয়, অস্থায়ী কর্মীদেরও তথ্য যে পাঠিয়েছিলেন মুখ্য সচিব। কেন কর্মীদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে? সে বিষয়ে চিঠি দেয় নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে কয়েক বছর আগে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেক্ষেত্রে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ এবং তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন কর্মীদের তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত কর্মীদের পদোন্নতি হয়নি। এই অবস্থায় নতুন করে তথ্য চেয়ে পাঠানোর পরেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সে ক্ষেত্রে যোগ্য কর্মীদের পদোন্নতি করা হতে পারে বলে জোর চর্চা শুরু হয়েছে কর্মী মহলে।