থামছে দাদাগিরি ১০ এর সফর। সৌরভের দাদাগিরি শেষ করে সেই জায়গায় শীঘ্রই আসতে চলেছে সারেগামাপা লেজেন্ডস। আর এদিন জি বাংলার তরফে এই নতুন রিয়েলিটি শোয়ের প্রোমো প্রকাশ্যে আনা হল।
সারেগামাপা লেজেন্ডসের প্রোমো
জি বাংলার তরফে রবিবার, ২৮ এপ্রিল সারেগামাপা লেজেন্ডস শোয়ের প্রোমো প্রকাশ্যে আনা হয়। আর এই শোতেই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। অভিনয়, নাটকের মঞ্চ, পরিচালনা, গানের পর এবার একেবারে নতুন অবতারে তাঁকে দেখা যেতে চলেছে।
আরও পড়ুন: উড়ানের কোপে শেষ হচ্ছে হরগৌরী পাইস হোটেল? রাহুল বললেন, 'যে খবরটা রটেছে সেটা...'
আরও পড়ুন: 'আমিই কেন?' শরীরে থাবা বসিয়েছিল কর্কট! ক্যানসার হয়েছে শুনেই কী মনে হয়েছিল সোনালির?
এই প্রোমো থেকেই স্পষ্ট এখানে স্বর্ণযুগের সমস্ত গান শোনা যাবে। একই সঙ্গে সেই সময়কার জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে গানে গানে। আর সঙ্গীতের এই মহোৎসবে বাংলা, বলিউডের একাধিক শিল্পী যোগ দেবেন। থাকবেন অভিজিৎ, জাভেদ আলি, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ, সিধু, হৈমন্তী শুক্লা, জোজো, প্রমুখ। এঁদের সঙ্গে দেখা যাবে সারেগামাপা খ্যাত গায়ক গায়িকাদের। যেমন অদিতি মুন্সী, স্নিগ্ধজিৎ ভৌমিক, প্রমুখকে।
এদিনের এই প্রোমো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, ‘বাংলা টেলিভিশনে প্রথমবার, ভারত বিখ্যাত সঙ্গীতশিল্পীদের সবচেয়ে বড় সঙ্গীত সমারোহ - সারেগামাপা লেজেন্ডস আসছে খুব তাড়াতাড়ি! প্রতি শনি ও রবিবার , শুধুমাত্র জি বাংলার পর্দায়।’
কে কী বলছেন?
এদিকে যখন সারেগামাপা লেজেন্ডসের প্রোমো প্রকাশ্যে আনা হল তখন আরেকদিকে চলছে সারেগামাপার অডিশন। তাই অনেকেই প্রশ্ন করেছেন যে সেই শো কবে, কখন আসবে? কেউ আবার লেখেন, 'আরেহ! অনির্বাণ স্যার! দারুণ ব্যাপার।'
আরও পড়ুন: বাবার মৃত্যুবার্ষিকীর আগে মন খারাপ বাবিলের? ইরফান পুত্র কেন লিখলেন 'হার মানব না কখনও...'?
সারেগামাপার কলকাতা অডিশন
গত মার্চে শেষ থেকেই শুরু হয়ে গিয়েছে সারেগামাপার এবারের সিজনের অডিশন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় অডিশন হয়ে গিয়েছে। এবার পালা কলকাতার। আগামী ২৮ এপ্রিল এই অডিশন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কলকাতার মুরলীধর গার্লস কলেজ অর্থাৎ গড়িয়াহাট এর কাছে অবস্থিত এই কলেজে চলবে সারেগামাপার অডিশন। এখানে ৪ বছরের ঊর্ধ্বে যে কেউ অডিশন দিতে পারবেন।