বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kharagpur TMC: নেতৃত্ব কার হাতে, খড়গপুরে দোটানায় তৃণমূল

Kharagpur TMC: নেতৃত্ব কার হাতে, খড়গপুরে দোটানায় তৃণমূল

মানস না অজিত, খড়গপুরের দায়িত্ব কার কাঁধে?

পিংলায় একটি সভায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শহর দেখার দায়িত্ব দিয়েছিলেন। অথচ মেদনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই বিষয়টি তাদের জানা নেই। তাই নিয়ে টানাপোড়েন দেখা দেয়। 

রেল শহর খড়গপুর বিজেপি শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। ফলে লোকসভা নির্বাচনে খড়গপুরের ওপর বিশেষ জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, এখানে দলের দায়িত্ব কার কাঁধে রয়েছে? তা নিয়ে দলের নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে, দলের বিধায়ক দাবি অজিত মাইতি করছেন তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে, জেলা নেতৃত্বের দাবি মন্ত্রী মানস ভুঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অবস্থায় তৃণমূলের জেলা ও স্থানীয় নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মানস ভুঁইয়া। যদিও কার কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। 

আরও পড়ুন: ‘কাটমানি নিলেই গ্রেফতার করা হবে’ ১০০ দিনের বকেয়া মেটানো নিয়ে হুঁশিয়ারি মানসের

অজিত মাইতি দাবি করেছেন, পিংলায় একটি সভায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শহর দেখার দায়িত্ব দিয়েছিলেন। অথচ মেদনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই বিষয়টি তাদের জানা নেই। তাই নিয়ে টানাপোড়েন দেখা দেয়। শুক্রবার খড়্গপুরের ইন্দায় একটি লজে জেলা ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। তাতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান দীনেন রায়, তৃণমূলের পুর প্রতিনিধি এবং ওয়ার্ড সভাপতিরা। তবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না অজিত।

বৈঠকে তৃণমূলের এক নেতা দাবি করেন, খড়গপুর শহরের দায়িত্বে কে রয়েছেন? সেটা ঠিক করে দেওয়া হোক। তবে অবশ্য তারপরে আর আলোচনা এগোয়নি। মানসের কাছ থেকেও এবিষয়ে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দলের নেত্রী আরও অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন নেতা। খড়্গপুরে তিনি যা বলার বলে গিয়েছেন। কাজ বেশি করতে বলেছেন। তাই নিয়ে আলোচনা হয়েছে। প্রচারে গতি বাড়াতে বলা হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খড়গপুর বিধানসভা থেকে ৪৫ হাজার লিড পেয়েছিল বিজেপি। তবে এবার বিরোধী দলনেতা সেই লিডের টার্গেট ১ লক্ষ স্থির করেছেন। এমনিতেই সেখানে শাসক দল গোষ্ঠীদ্বন্দে জর্জরিত। ফলে এই অবস্থায় খড়্গপুরের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে বলে জানান মানস। তিনি জানান, এখানকার জেলা সভাপতি সুজয় হাজরা ভালো কাজ করছেন।

প্রসঙ্গত, সুজয় হাজরার সঙ্গে অজিত মাইতির তিক্ত সম্পর্কের কথা সকলের জানা। অজিত দাবি করেছেন, দলের নেত্রী তাঁকে খড়গপুর দেখতে বলেছেন আর মানস ভুঁইয়াকে ঝাড়গ্রাম দেখতে বলেছেন। তবে ঝাড়গ্রামে সহযোগিতার কথা স্বীকার করে নিয়েছেন মানুষ ভুঁইয়া। কিন্তু, অজিতকে খড়গপুরের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা তা নিয়ে তিনিও নিশ্চিত নন। অন্যদিকে, জেলা সভাপতি সুজয়ের দাবি, মানস বাবুকে এখানকার দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। 

 

বাংলার মুখ খবর

Latest News

রবিবার ৫.৫ কোটি ঘরে তুলল ‘শ্রীকান্ত’, তিনদিনে মোট কত আয় করল রাজকুমারের ছবি? ধোনিদের টপকেছেন আগেই, এবার T20I ক্যাপ্টেন হিসেবে অভাবনীয় বিশ্বরেকর্ড গড়লেন বাবর দিলীপ ঘোষ–কীর্তি আজাদ একে অপরের বাহুডোরে, লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সৌজন্য ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, শিমুলের জীবনে আসছে কোন নতুন মোড়? ভিআইপি নন, সাধারণের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আল্লু অর্জুন, জুনিয়র NTR সন্তানের মৃত্যুতে কোভিশিল্ডের সাইডএফেক্ট দায়ী?অভিযোগ নিয়ে মামলার পথে বহু অভিভাবক সূর্যদেবের গোচরে ভাগ্যে সোনার চমক বৃষ সহ বহু রাশির! টাকার জোয়ার আসবে কাদের? ‘মেয়ের সামনে বিকৃত যৌন কাজকর্ম…’, একা মা-র লড়াই, অকপট শোভনের সহবাস-সঙ্গী বৈশাখী ১৯'র সুনামিতে উড়ে গিয়েছিলেন চন্দ্রবাবু, BJP-র হাত ধরে এবার ঘুরবে ভাগ্যের চাকা? মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয়ে হামলা, ভাঙচুর হল একের পর এক গাড়ি, অভিযুক্ত তৃণমূল

Latest IPL News

ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের IPL-এর পরেই কাউন্টি খেলতে যাবেন পৃথ্বী শ', ফিরছেন পুরনো দল নর্দাম্পটনশায়ারেই MI ম্যাচে খেলতে নামার আগে গোটা রাত ঘুমোতে পারেননি KKR-এর নীতিশ রানা, কিন্তু কেন? IPL 2024: ক্যাচ মিস হওয়াতেই, ম্যাচ মিস হয়েছে- RCB-র কাছে হেরে মেনে নিলেন অক্ষর ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে পিচ স্লো হবে- টস জিতে ব্যাটিং নিয়ে কপাল চাপড়ালেন সঞ্জু আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.