বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের মামলা গেল কোন বেঞ্চে? নতুন পথে বঞ্চিতের 'ভগবান'

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের মামলা গেল কোন বেঞ্চে? নতুন পথে বঞ্চিতের 'ভগবান'

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।  (PTI)

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই যে তাঁর লড়াই, আমাদের রাজ্যে চৌর্য সাম্রাজ্য চলছে, একথা আগেই বলেছিলেন তিনি। সেই সঙ্গেই তৃণমূলে যে তিনি যাচ্ছেন না একথা আগেই বলেছিলেন তিনি।

সোমবার আদালতে যাবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছু কাজ আছে বলে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কথা মতোই সোমবার তিনি গিয়েছিলেন আদালতে। কিন্তু প্রশ্ন হল আগে যে মামলাগুলি শুনতেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় সেই মামলা এবার কোন বিচারপতি শুনবেন? সূত্রের খবর, সেই মামলাগুলি এবার গিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।

প্রসঙ্গত বিগতদিনে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই বিচারপতির কাছেই গেল মামলা। এদিকে মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্য়ায় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র দেবেন বলে খবর। কিন্তু তারপর নিজেই জানিয়েছেন তিনি যাবেন রাজনীতির ময়দানে। কিন্তু কোন রাজনীতিতে তিনি নাম লেখাবেন? 

তবে এনিয়ে আগেই সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেই মতো একের পর এক পদক্ষেপ নিচ্ছেন বঞ্চিতদের ভগবান। তবে তিনি শেষ পর্যন্ত কোথায় যাবেন তা নিয়ে নানা জল্পনা। 

তবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই যে তাঁর লড়াই, আমাদের রাজ্যে চৌর্য সাম্রাজ্য চলছে, একথা আগেই বলেছিলেন তিনি। সেই সঙ্গেই তৃণমূলে যে তিনি যাচ্ছেন না একথা আগেই বলেছিলেন তিনি। 

এবিপি আনন্দে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাম দল আছে. কংগ্রেস, বিজেপি আছে, ছোট রাজনৈতিক দল আছে তারা যদি মনে করে টিকিট দেবেন, তখন আমি ভেবে দেখব টিকিট নেব কি নেব না। তবে তিনি যে রাজনীতির বৃহত্তর ময়দানে আসছেন সেটাও জানিয়ে দেন তিনি।

ওই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমার মনে হয়েছে যে আমি আদালতে যে কাজটা করি, সেই কাজের সময় শেষ হয়ে গিয়েছে। আমার অন্তর বলছে সেটা। এখন হয়ত আমায় বৃহত্তর ক্ষেত্রে মানুষের মধ্যে যেতে হবে।’ তিনি আরও জানিয়েছিলেন, ‘যখনই প্রতিক্রিয়া দিয়েছে ক্ষমতাশীল দল, তখনই বলা হয়েছে যে আপনি মাঠে আসুন, মাঠে এসে লড়াই করুন। তো আমি ভেবে দেখলাম যে তাঁরা যখন ডেকেছেন এতই করে, এত ধরনের ব্যঙ্গ করেছেন, এত অপমানজনক কথা বলেছেন, তখন তাঁদের ইচ্ছাটা পূর্ণ হওয়ার দরকার।’

এদিকে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ বার বারই বিচারপতির বিরুদ্ধে অতীতে মুখ খুলেছেন। কার্যত তীব্র আক্রমণ করেছিলেন তিনি। তবে সেসব আজ অতীত। আবার কুণাল ঘোষের সঙ্গে আলোচনা করতেও দেখা গিয়েছে বিচারপতিকে। এবার সেই বঞ্চিতদের ভগবান বলে পরিচিত বিচারপতিই আসতে চলেছেন রাজনীতির ময়দানে। এনিয়ে কী বলছেন কুণাল ঘোষ?

এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন,এধরনের মানুষ রাজনীতিতে এলে ভালো। দুটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। একটিতে তিনি লিখেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে। কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাগত জানাচ্ছি। নতুন ইনিংসের শুভেচ্ছা।

বাংলার মুখ খবর

Latest News

‘আমায় ওটস দিয়ে গুলে…’, মেয়ের ISC-র নম্বর জানাতে ভয় শ্রীলেখার, কত পেল মাইয়্যা? 'যা ঘটাবে সেটাই বুমেরাং হয়ে ফিরে আসবে', ভোটের মরশুমে এসব কী বলছেন জিৎ-রুক্মণী রাজ্যের সাহায্য ছাড়াই আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে লাগু করবে মোদী সরকার: সুকান্ত টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? চাকরি ছেড়ে আমলা আর আইপিএসরা নাম লেখাচ্ছেন রাজনীতিতে, বিহারে ভোটরঙ্গ! প্রয়াত আর্জেন্তিনাকে প্রথম বার বিশ্বকাপ জেতানো কোচ, গুরু ছিলেন মারাদোনারও ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! 'ইন্ডাস্ট্রির লোকই সম্মান…', নিজের মিমিক্রি দেখে কমেডিয়ানের উপর চটলেন করণ গড়িয়ায় আশুতোষ কলেজের ছাত্রের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল বোমা বাঁধার দড়িও বাংলার সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, ভোটের মাঝে 'পেট ভরাতে' জারি বিজ্ঞপ্তি

Latest IPL News

টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.