বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Corporation: রেনকোট কেনা নিয়েও 'দুর্নীতি' কলকাতা পুরসভায়, সজলের প্রশ্নে জবাব দিলেন ফিরহাদ

Kolkata Corporation: রেনকোট কেনা নিয়েও 'দুর্নীতি' কলকাতা পুরসভায়, সজলের প্রশ্নে জবাব দিলেন ফিরহাদ

ফিরহাদ হাকিম। ফাইল ছবি

সজল বলেন, মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি গিয়েছে। কিন্তু মেয়র পারিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন?

রেনকোট কেনা নিয়ে ও স্কুল পড়ুয়াদের পোশাক কেনা নিয়ে গরমিলের অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে। টেন্ডার ছাড়াই প্রায় দেড় কোটি টাকার বর্ষাতি ও স্কুল পোশাক কেনা হয়েছে বলে খবর। শনিবার বিজেপির পুর প্রতিনিধি সজল ঘোষ সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তবে এবার পুরসভার মাসিক অধিবেশনে এনিয়ে মুখ খুলেছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

এর আগেই এনিয়ে পুর শিক্ষা দফতরের কাছে চিঠি দিয়েছিলেন রেসিডেন্ট অডিট অফিসার। এদিকে এর আগেই সেই প্রসঙ্গ এনেছিলেন সজল ঘোষ। কিন্তু তখন মেয়র পারিষদ শিক্ষা ছিলেন না। সেকারণে চেয়ারপার্সন মালা রায় জানিয়েছিলেন পরের মাসিক অধিবেশনে এনিয়ে বলা হবে।

তবে ফের সেই কথা তুলেছিলেন সজল। তাঁর মতে এভাবে দরপত্র ছাড়াই বর্ষাতি ও স্কুল পোশাক কিনে পুরসভার গরিমা নষ্ট করা হয়েছে। যে মেয়র পারিষদ সই করেছিলেন তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় সেই প্রসঙ্গও তুলেছিলেন সজল। প্রসঙ্গত এই ঘটনায় তিনজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।

এদিকে শনিবার পুরসভার অধিবেশন কক্ষে কার্যত ধুন্ধুমার হয়। বিজেপি ও তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে তুমুল বচসা। এরপর কার্যত হাতাহাতির পর্যায়তেও চলে যায় বিষয়টি। তার অন্তত আধ ঘণ্টা পরে এই বর্ষাতি সংক্রান্ত অভিযোগটি তোলেন সজল ঘোষ।এরপর এনিয়ে মুখ খোলেন মেয়র।

সজল বলেন, মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি গিয়েছে। কিন্তু মেয়র পারিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন?

তবে ফিরহাদ হাকিম বলেন, কোনও সংবাদমাধ্যম বা বিরোধী দলের কথা মতো নয়, শিক্ষা দফতরের অনিয়মের বিষয়ে অভিযোগ আসার পরেই আমি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে পুরসভার ভিজিল্যান্সে অভিযোগ করা হয়েছে। আধিকারিকদের শোকজ করা হয়েছে। তদন্ত চলছে। মুখ্যমন্ত্রীর নীতি মেনেই আমরা কোনও দুর্নীতিকে প্রশয় দেব না। জানিয়েছেন ফিরহাদ।

তবে বিরোধীদের দাবি, কেন দরপত্র ছাড়াই কেনা হল তার জবাব দিতে হবে। মেয়র পারিষদ কেন সই করলেন এটাও দেখতে হবে।

 

বন্ধ করুন