বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তীব্র গরমেও ‘বন্ধ’ এসি, চালক এবং যাত্রীদের বচসা, রাজ্যের দ্বারস্থ ক্যাব সংগঠন

তীব্র গরমেও ‘বন্ধ’ এসি, চালক এবং যাত্রীদের বচসা, রাজ্যের দ্বারস্থ ক্যাব সংগঠন

অ্যাপ ক্যাব। ফাইল ছবি।

দ্রুত পরিস্থিতির সামাল দেওয়া না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই চরছে পারদ। হাঁসফাস গরমে এখন থেকেই নাজেহাল অবস্থা। আর সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব চালকদের সঙ্গে যাত্রীদের বচসা। অভিযোগ, বেশিরভাগ অ্যাপ ক্যাবে এই গরমের মধ্যেও এসি চালাচ্ছেন না চালকরা। এই অবস্থায় যাত্রীদের সঙ্গে অ্যাপ ক্যাব চালকদের বচসা ক্রমেই বেড়ে চলেছে। এই সমস্যার সমাধানে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের দ্বারস্থ হয়েছে ক্যাপ সংগঠনগুলি। তারা চাইছে, এখন সরকারি নির্দেশিকা বলবৎ করা হোক। তাদের বক্তব্য, দ্রুত পরিস্থিতির সামাল দেওয়া না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

এআইটিইউসি পরিচালিত অ্যাপ ক্যাপ চালকদের সংগঠনের নেতা নওলকিশোর দত্তের বক্তব্য, ‘গত দু'বছর ধরে লাগাতার জ্বালানি তেলের দাম বাড়ছে। আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে এসি বন্ধ রাখা হয়েছে। কিন্তু গরম বাড়তেই যাত্রীদের সঙ্গে চালকদের সংঘাত যেভাবে তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দ্রুত রাজ্য সরকার হস্তক্ষেপ করে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সে ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর হতে পারে।’

যাত্রীদের অভিযোগ বেশি ভাড়া নেওয়া হচ্ছে তার পরেও এসি চালানো হচ্ছে না হলে। এর জন্য ক্যাব সংস্থাগুলিকে দায়ী করছেন চালকরা। এর ফলে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই পরিস্থিতিতে দ্রুত ক্যাব সংস্থা এবং চালক সংগঠনের মধ্যে পরিবহণ দফতরের মধ্যস্থতায় বৈঠক করা উচিত। তা না হলে সমস্যা পরবর্তীকালে আরও বাড়বে। যদিও অনেকেই মনে করছেন ক্যাবে এসি, নন এসি অপশন থাকা প্রয়োজন ।

বন্ধ করুন