সিন্ডিকেট বিবাদের জেরে গতকাল গুলি চলেছিল বাঁশদ্রোণীতে। সিন্ডিকেটের বখরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতের জেরেই এভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি চলল বলে অভিযোগ স্থানীয়দের। সেই ঘটনায় গুলিবিদ্ধ হন দুই প্রোমোটার। আর গুলি চলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুন্ডা দম শাখার জালে ধরা পড়ে মূলচক্রী শম্ভু সর্দার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অরিজিৎ পোদ্দার ও শেখ শাহিয়াদ নামক আরও দুই ব্যক্তিকে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ঘটনায় এলাকায় দুই গোষ্ঠীর সংঘাতের মধ্যেই আচমকা গুলি চলে। ঘটনায় গুরুতর জখম হন মলয় দত্ত এবং বিশ্বনাথ সিংহ। জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মলয়। অপরদিকে পঞ্চসায়রের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বিশ্বনাথকে। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মলয় ও বিশ্বনাথের ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী চলে আসে। এলাকায় বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। খতিয়ে দেখা হচ্ছে আসল ঘটনা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার মলয়ের অফিসে গিয়েছিলেন বিশ্বনাথ। সেই অফিসে মলয়কে লক্ষ্য করে গুলি চালান বিশ্বনাথ। পাল্টা গুলি চলে অন্য তরফেও। জখম হন বিশ্বনাথও। তবে এই ঘটনা সিন্ডিকেট রাজের কারণেই কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ।