রাজ্যে হিংসার গুজব ছড়াচ্ছে কয়েকটি রাজনৈতি দল। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে তীব্র আক্রমণ করেছে বাম ও বিজেপি।
মঙ্গলবার সন্ধ্যায় নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী বলেন, ‘দার্জিলিংয়ে অনেক সময় হোটেলে ঘর পাওয়া যায় না। দিঘাতেও একই অবস্থা। আমরা ৮০০ হোটেল তৈরি করেছি। কিন্তু আপনারা দেখবেন, কলকাতাতেও হোটেলের ঘর নেই। যদি কোনও ব্যবসা - বাণিজ্য না থাকে, মানুষ যদি খুশি না হয়, তাহলে আমরা এগুলো করলাম কী করে? সব সময় একটা গুজব শোনা যায় যে, পশ্চিমবঙ্গে খালি হিংসা হয়। এটা কয়েকটি রাজ্যনৈতিক দলের ভাষ্য’।
মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা চাই রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি হোক। কিন্তু তৃণমূলের জমানায় সেটা সম্ভব নয়। শিল্পপতিরা মুনাফা করার জন্য ব্যবসা করেন। তাঁরা জানেন পশ্চিমবঙ্গে শিল্পস্থাপন করতে এসে ছোট শিল্পপতিদের কী ধরণের তোলাবাজির মুখে পড়তে হয়।’
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘জয়নগর হোক বা আমডাঙা, সাম্প্রতিক ২টি ঘটনাতেই হামলাকারী ও আক্রান্ত ২ দলই তৃণমূল। সবাই দেখতে পাচ্ছে রাজ্যে কী চলছে। দুষ্কৃতীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের আর নতুন করে কিছু বলতে হচ্ছে না।’
মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়েছে সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যে লগ্নি টানার লক্ষ্যে এই সম্মেলনে হাজির হয়েছেন দেশ বিদেশের শিল্পপতিরা। ইতিমধ্যে রাজ্যে ২০০০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুকেশ আম্বানি।