রাজ্য়ের বাম–কংগ্রেস নেতারা একাধিকবার তৃণমূল কংগ্রেস–বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছেন। আসলে একসময় কেন্দ্রে এনডিএ সরকারে দীর্ঘদিন বিজেপির শরিক ছিল তৃণমূল কংগ্রেস। এবার এই সেটিংয়ের অভিযোগের মধ্য়েই আজ, সোমবার নজরুল মঞ্চে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে বিজেপির সঙ্গে বামেদেরকে এক আসনে বসিয়ে দিলেন।
ঠিক কী বলেছেন তৃণমূলনেত্রী? আজ নজরুল মঞ্চে দলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠনের সময় বিভিন্ন মহল থেকে আটকানোর চেষ্টা হয়েছিল। তিনি বলেন, ‘বহুদিন সহ্য করার পর কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়ি। দলের জন্য অনেক লড়াই করতে হয়েছে। এখন রাম–বাম সব এক হয়ে গিয়েছে। ঐতিহ্য, সংস্কৃতি ভুলিয়ে দেওয়া হচ্ছে। এখন ইতিহাস, ভূগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা পুরনোদের কাছ থেকে নতুনদের জানতে হবে। পুরনোদের সম্মান দিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে বিজেপি কংগ্রেসের বি–টিম, সিপিএমের সি–টিম। আমরা কখনও ডায়রেক্ট বিজেপি করিনি।’
আর কী বলেছেন তৃণমূল সুপ্রিমো? বিরোধীদের একাধিক অভিযোগ খণ্ডন করেন তিনি। তারপর তিনি দাবি করেন, ‘আমি কোন পেনশন–ভাতা নিই না, চাইলে আড়াই লক্ষ টাকা পেতে পারি। আমার পেইন্টিং প্রদর্শনী করতে পারি। প্রদর্শনী করে ৬–৭ কোটি টাকা তুলতে পারি। কিন্তু আমি তা করি না। বইয়ের সামান্য কিছু রয়্যালটি পাই। তাই দিয়ে আমার চলে যায়। আমাকে চুরি কেন করতে হবে? আগে সরকারি হাসপাতালে ভর্তি করা যেত না। এখন সরকারি হাসপাতালে বিনা পয়সায় পরিষেবা মেলে। অনেকে বলেন উত্তরবঙ্গে কিছু হয় না। উত্তরবঙ্গে কি হয়নি বলুন না। সুস্থ থাকতে বছরে একবার চেকআপ করান।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৬ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভায় ৮ তারিখ থেকে যেটা আপনাদের মাথায় রাখতে হবে, যতদিন বাজেট অধিবেশন হবে প্রত্যেক বিধায়ককে বাজেট অধিবেশনে হাজির থাকতে হবে। শনিবার ও রবিবার পার্টিকে সময় দেবেন। জানুয়ারি মাসে সবাই সময় দিয়েছে। আর এখনও পর্যন্ত যারা সময় দেননি তাঁদের মধ্যে— দোলা সেন, শত্রুঘ্ন সিনহা,নুসরাত জাহান, দেব, মিমি রয়েছেন। ওরা ফিল্ম করেন ওদের একটু কনসেশন আছে। সৌগত দা কেন দেননি? বলে উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।