বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আইন মেনে বেতন বন্ধ করতে পারলে করুন, মমতাকে চ্যালেঞ্জ যাদবপুরের উপাচার্যের

আইন মেনে বেতন বন্ধ করতে পারলে করুন, মমতাকে চ্যালেঞ্জ যাদবপুরের উপাচার্যের

বুদ্ধদেব সাউ

মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত দেশে আইনের শাসন রয়েছে। আইনের বাইরে উনি কিছুই করতে পারবেন না। বললেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ

যা করবেন করতে হবে আইনের মধ্যে থেকে। তাঁকে আক্রমণ ও অধ্যাপকদের বেতন বন্ধের যে হুমকি মুখ্যমন্ত্রী দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। গত মাসে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার পর তাঁকে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মঙ্গলবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের অভিযোগ করেন তিনি। এমনকী যে সব বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথায় চলবে তাদের বিরুদ্ধে আর্থিক অবরোধ তৈরি করবেন বলে হুমকি দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিজেপির লোক বলে আক্রমণ করেন তিনি। বলেন, ‘মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলে গেল। ১৬ জনকে টপকে। ’

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার বুদ্ধদেববাবু বলেন, ‘উনি যা বলেছেন তা যদি আইনানুগ হয় তাহলে তাই হবে। আইনের বাইরে তো আমরা কেউ নই। এগুলো সব সরকারি প্রতিষ্ঠান। আমাদের ওপর পরিচালনার ভার রয়েছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান চলবে দেশের আইনে। আইনের ঊধ্বে কেউ নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতেও অনেক ক্ষমতা থাকে। তাই বলে কি আমি কারও চাকরি খেয়ে নেব?’

মুখ্যমন্ত্রীর বেতন বন্ধের হুমকিতে মঙ্গলবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পালটা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘রাজ্যপাল আইন মেনেই পদক্ষেপ করেছেন। আদালতে গিয়ে তো কান মোড়া খেয়ে এসেছেন। কোমরে জোর থাকলে বেতন বন্ধ করে দেখান না। তার পর আমরা যা করার করব।’

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হুমকির পর গভীর রাতে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

 

বন্ধ করুন