বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'বিশ্বভারতীর নিয়মের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না উপাচার্য', ভর্ৎসনা হাই কোর্টের

'বিশ্বভারতীর নিয়মের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না উপাচার্য', ভর্ৎসনা হাই কোর্টের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ফাইল ছবি

হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়লেন রেজিস্ট্রার এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়লেন রেজিস্ট্রার এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের প্রতি বিচারপতি অমৃতা সিনহার সাফ বার্তা, 'বিশ্বভারতীর নিয়মের বাইরে গিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না উপাচার্য।' উল্লেখ্য, বেতন সংক্রান্ত সমস্যার জেরে উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন বিশ্বভারতীর শিক্ষিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়। সেই মামলার প্রেক্ষিতে চলা শুনানির সময়ই বিচারপতি বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশে কড়া কথা বলেন।

শিক্ষিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে যোগ দেওয়ার কয়েকদিন পর বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য পদে বসেন। উপাচার্য নাকি সেই সময় শ্রুতিকে জানান, প্রাপ্য বেতনের থেকে অনেক বেশি টাকা তাঁকে দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে ১৪ লক্ষ টাকা ফেরত চাওয়া হয় শিক্ষিকার থেকে। এই ধরনের সমস্যা মেটানো হয় আট জন শিক্ষককে নিয়ে তৈরি একটি বিশেষ কর্মসমিতিতে। তবে এই ক্ষেত্রে বিদ্যুৎ চক্রবর্তী একজন স্পেশাল অফিসার নিয়োগ করেন।

উপাচার্যের এই স্পেশাল অফিসার নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন শিক্ষিকা। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, বিশ্বভারতীর নিয়মের বাইরে গিয়ে উপাচার্য কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। বেতন সংক্রান্ত সিদ্ধান্ত আট জন শিক্ষকের কর্মসমিতিতেই নিতে হবে।

বন্ধ করুন