বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: হাইকোর্টে বিক্ষোভের পেছনে মূল মাথা কে? জানতে চায় আদালত, দোষ স্বীকার ৯ আইনজীবীর

Calcutta High Court: হাইকোর্টে বিক্ষোভের পেছনে মূল মাথা কে? জানতে চায় আদালত, দোষ স্বীকার ৯ আইনজীবীর

হাই কোর্টে আইনজীবীদের বিক্ষোভে মূল মাথা কে ছিলেন? প্রতীকী ছবি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জানিয়েছেন, যে আইনজীবীরা সেদিন বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সামনে আসুন। তারা হলফনামা জমা দিন।

গত ৯ জানুয়ারি। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় আইনজীবীদের। এদিকে সেই বিক্ষোভ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ফুল বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে এই বিক্ষোভের পেছনে মূল পাণ্ডা কে ছিলেন সেটা খুঁজে বের করার চেষ্টা করছে আদালত।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জানিয়েছেন, যে আইনজীবীরা সেদিন বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সামনে আসুন। তারা হলফনামা জমা দিন। তিনি বলেন, সামনে আসুন আপনারা, রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা জমা দিন। আমরা তাঁদের প্রতি অন্য মনোভাব নেব। আমরা বার আর বেঞ্চের মধ্যে কোনও দ্বন্দ্ব চাই না।

বিচারপতি আইপি মুখার্জি, বিচারপতি চিত্তরঞ্জন দাসও এনিয়ে মন্তব্য করেছেন।

আদালত জানিয়েছে, এই প্রতিবাদের মাস্টারমাইন্ড কারা সেটা আমরা জানতে চাইছি। তিনি পুরুষ অথবা মহিলা যেই হোন না কেন, তিনি রাজনৈতিক ব্যক্তি বা আরও শক্তিশালী হোন না কেন আমরা শুধু তার উপর হাতটা দিতে চাইছি। যে আইনজীবীরা প্রতিবাদে শামিল হয়েছিলেন তারা সামনে আসুন। তারা হলফনামা জমা দিন। কী করা যায় সেটা আমরা দেখছি।

এদিকে ৯জন আইনজীবী এদিন তাদের হলফনামা জমা দিয়েছেন ও ক্ষমা চেয়েছেন। বেঞ্চ জানিয়েছে পরবর্তী শুনানিতে তাদের বিষয়টি দেখা হবে। আরও আইনজীবী ক্ষমা চাইতে পারেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আলাদা করে তাদের রিপোর্ট জমা দিয়েছে। ভিডিয়ো ফুটেজে যাদের দেখা গিয়েছে সেই আইনজীবীদের কথা উল্লেখ করা হয়েছে।

পুলিশ কমিশনারও আলাদা করে রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টে এক আইনজীবীর বয়ান ছিল যিনি সেদিন প্রতিবাদস্থলে ছিলেন। তবে আদালত জানিয়েছিল ওই আইনজীবীর বয়ান কি রেকর্ড করা হয়েছিল?

আগামী ১৫ মে পর্যন্ত এই শুনানি স্থগিত রাখা হয়েছে।

এদিকে গত ৯ জানুয়ারি বিচারপতির এজলাসের সামনে নজিরবিহীন বিক্ষোভ দেখা দিয়েছিল। তারা নিজেকে তৃণমূল প্রভাবিত আইনজীবী বলে দাবি করেছিলেন। তারা অভিযোগ করেছিলেন, বিচারপতি রাজ্য সরকারের প্রতি শত্রু মনোভাবাপন্ন ও শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিচ্ছেন।

 

বাংলার মুখ খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.