স্কটল্যান্ডের বিরুদ্ধে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে একটি বড় জয় নিবন্ধন করেছে শ্রীলঙ্কা। এর পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। এই ম্যাচে একটি দারুণ সেঞ্চুরি করেছেন তিনি। সারাহ ব্রাইস, তার বোন ক্যাথরিন ব্রাইসের নেতৃত্বে যিনি চোটের কারণে বাদ পড়েছিলেন, আবুধাবিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে তার বোলাররা সমর্থন করেছিলেন, ফাস্ট বোলার প্রিয়ানাজ চ্যাটার্জি তৃতীয় ওভারে বিশামি গুনারত্নে (৯) এর গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন।
বড় ব্যবধানে জিতল শ্রীলঙ্কা-
এরপর প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই হর্ষিতা সামারাউইক্রমাকে (৮) ফাঁদে ফেলে স্কটল্যান্ডকে দ্বিতীয় সাফল্য এনে দেন অফ-স্পিনার ক্যাথরিন ফ্রেজার। গতিশীল অলরাউন্ডার কবিশা দিলহারি চার নম্বরে আসেন এবং ক্যাপ্টেন চামারি আতাপাত্তুর সঙ্গে ইনিংস পুনর্গঠনের চেষ্টা করেন। তবে কিছু আক্রমণাত্মক চার মারার পর লেগ স্পিনার আবতাহা মাকসুদের বলে স্টাম্পড হন তিনি। এরপরে নিলাক্ষি দ্য সিলভা ২৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন। এরপরে অবশ্য কেউ সাফল্য পাননি। এদিকে একাই ইনিংস টেনে নিয়ে যান ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। মাত্র ৬৩ বলে ১৩টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১৬১.৯০ স্ট্রাইক রেটে ১০২ রান সংগ্রহ করেন।
শ্রীলঙ্কা দল নির্ধারিত ২০ ওভারে ১৬৯/৫ রান করেন। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০১ রান তোলে স্কটল্যান্ড। ফলে ফাইনাল ম্যাচটি ৬৮ রানে জেতে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপে পা রাখে শ্রীলঙ্কা ও স্কটল্য়ান্ড।
আরও পড়ুন… IPL 2024: খারাপ আম্পায়ারিং নাকি অন্য কিছু! কী জন্য DC-র কাছে হারল RR? কারণ জানালেন সঞ্জু
কোন গ্রুপে জায়গা পেল শ্রীলঙ্কা
এ দিনের জয়ের ফলে গ্রুপ A তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে শ্রীলঙ্কা। এদিকে গ্রুপ B তে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্ত হয়েছে স্কটল্যান্ডের নাম। এর ফলে কঠিন হয়ে গিয়েছে গ্রুপ এ। কারণ এই গ্রুপে সবকটি কঠিন দল এক সঙ্গে রয়েছে। ফলে হরমনপ্রীত কৌরদের লড়াইটা এই মুহূর্তে বেশ কঠিন হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন… IPL 2024: সঞ্জু আউট হতে এটা কী করলেন DC-র কর্ণধার পার্থ জিন্দাল! উঠেছে বিতর্কের ঝড়
ভারত কবে কার সঙ্গে খেলতে নামবে-
৪ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড, সিলেট
৬ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, সিলেট
৯ অক্টোবর: ভারত বনাম শ্রীলঙ্কা, সিলেট
১৩ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, সিলেট
১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, সিলেট
১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা
২০ অক্টোবর: ফাইনাল, ঢাকা