বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা’‌, হিরণের মন্তব্যের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশনে

‘‌মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা’‌, হিরণের মন্তব্যের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশনে

হিরণ চট্টোপাধ্যায় (ফাইল চিত্র)

এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস–বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একে অন্যকে আক্রমণ করে বসেছেন দুই দলের নেতারা। তাতে আরও তপ্ত হয়েছে বাতাবরণ। এই মন্তব্যের পর চাপে পড়ে গিয়েছে হিরণ চট্টোপাধ্যায়। বিজেপিরও অস্বস্তি বেড়েছে। হিরণ চট্টোপাধ্যায় নির্বাচনী প্রচারে সবং বিধানসভা কেন্দ্রে যান।

নয়া বিতর্কে জড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এখন লোকসভা নির্বাচন চলছে। তাই দেশজুড়ে কার্যকর রয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। সেখানে নির্বাচনী প্রচারে এসে হিংসা ছড়ানোর অভিযোগ উঠল হিরণের বিরুদ্ধে। আর এই বিষয়টি নিয়েই নির্বাচন কমিশন ও সবং থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। হিরণের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা–সহ ভয়, ঘৃণা এবং প্ররোচনামূলক ভাষণ দেওয়ার জেরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। আর তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রার্থীপদ বাতিলের দাবি তোলা হয়েছে।

এদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সোমবার নির্বাচনী প্রচারে সবং বিধানসভা কেন্দ্রে যান। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানেই তিনি প্ররোচনামূলক মন্তব্য করেন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ মিশ্রের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে দেন হিরণ। তাই নির্বাচন কমিশনের কাছে তাঁর বক্তব্যের ভিডিয়ো পেন ড্রাইভে করে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। হিরণের এই প্ররোচনামূলক বক্তব্যের জেরে ওই তৃণমূল কংগ্রেস নেতা খুন হতে পারেন বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, তরুণ মিশ্রের ঠ্যাঙ ভেঙে দেওয়া এবং মা–বোনেদের ঝাঁটা, লাঠি, কাটারি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল।

আরও পড়ুন:‌ ‘‌আরে গর্ধভের দল ভাজপা আমরা ২৪ কোটি টাকা সেভ করেছি‌’‌, একশো দিনের কাজের প্রকল্পে মোদীকে তোপ মমতার

অন্যদিকে এই মন্তব্যের পর চাপে পড়ে গিয়েছে হিরণ চট্টোপাধ্যায়। বিজেপিরও অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অসীম রায় বলেন, ‘‌হিরণের বক্তব্যের ওই বিতর্কিত ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, মা–বোনেরা হাতে লাঠি–ঝাঁটা, বঁটি–কাটারি নিয়ে থাকবে। আর মিশ্রের বাহিনী যদি আসে তা হলে মা–বোনেরা সামনে থাকবে। আমি থাকব সামনে। আমার সঙ্গে থাকবেন। মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বলপাই মোড়ে।’‌ ওই ভিডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।

এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস–বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একে অন্যকে আক্রমণ করে বসেছেন দুই দলের নেতারা। তাতে আরও তপ্ত হয়েছে বাতাবরণ। এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ–সভাপতি অমূল্য মাইতির বক্তব্য, ‘অভিযোগের কোনও সারবত্তা নেই। কারণ, হিরণ কারও নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। ফলে আমরা এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছি না।’ পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্সের কথায়, ‘প্রচারে মানুষ না পেয়ে বিজেপির প্রার্থী এমন প্ররোচনামূলক ভাষণ দিয়ে হিংসা ছড়াতে চাইছেন। তাই মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আর রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই, তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

অনিবার্ণ-মধুরিমার ডিভোর্সের গুঞ্জন, তাঁদের দাম্পত্য নিয়ে সামনে এল গোপন তথ্য মেট্রো সম্প্রসারণে ময়দানে গাছ নিধনের বিকল্প কী?‌ মঙ্গলে রায়ের সম্ভাবনা হাইকোর্টে বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস ‘BJP প্রার্থীকে ৮ বার ভোট যুবকের’, ভাইরাল ভিডিয়ো, সরকারি অফিসারদের হুমকি রাহুলের পদ্মাপারের আম এবার আসছে ভারতে, রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চার দলের ১৪ পয়েন্ট, ভাগ্যের শিকে ছিঁড়ল শুধু RCB-র, IPL-এর ইতিহাসে হল অনন্য নজির শ্যুটিং শেষ, আনন্দে আরশাদের সঙ্গে মিলে দাঁড়িয়ে বাইক চালালেন অক্ষয়! দেখুন কাণ্ড সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক IPL-এর ইতিহাসে একটি মাঠে সব থেকে বেশি ছক্কা, ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন কোহলি একেমন ইংরাজি উচ্চারণ!‘নিজেকে কিম কার্দাশিয়ান ভাবছেন নাকি?’ট্রোলিংয়ের মুখে কিয়ারা

Latest IPL News

বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.