বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কোভিড হাসপাতাল হচ্ছে মেডিক্যাল কলেজ, ঘোষণা মমতার

কোভিড হাসপাতাল হচ্ছে মেডিক্যাল কলেজ, ঘোষণা মমতার

৭ মে থেকে পূর্ণ কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএনআই।

৭ মে থেকে সম্পূর্ণ সময়ের জন্য কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

পূর্ণ সময়ের জন্য কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বুধবার টুইটারে এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্তচ্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন টুইটারের নিজস্ব হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার, ৭ মে থেকে পূর্ণ কোভিড হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। করোনা সংক্রমণ রোধে দ্রুত রোগ পরীক্ষা এবং চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনের ভিত্তিতে পরবর্তীকালে হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হবে। 

প্রসঙ্গত, দেশব্যাপী লকডাউন ঘোষণার আগেই কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। বলা হয়েছিল, হাসপাতালে ৩,০০০ শয্যার ব্যবস্থা করা হবে। এই কারণে হাসপাতাল থেকে রোগীদের সরানোর প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়। কিন্তু তারপরে এম আর বাঙুর হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘো,ণা পরে রাজ্য প্রশাসন। 

বন্ধ করুন