বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Subiresh Bhattacharya: সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা চার কর্মীকে তলব করল সিবিআই, বিপদ কি বাড়ল?‌

Subiresh Bhattacharya: সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা চার কর্মীকে তলব করল সিবিআই, বিপদ কি বাড়ল?‌

সুবীরেশ ভট্টাচার্য। সংগৃহীত ছবি

সিবিআইয়ের আইনজীবী আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে জানান, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাঁর কাছে অনেক তথ্যপ্রমাণ আছে। পাল্টা সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায় আদালতকে জানান, তিনি জেলেই রয়েছেন। সিবিআই তাঁকে জেলে গিয়ে জেরা করে আসতে পারে।

এসএসসি দুর্নীতির তদন্তে মুখ খুলছেন না সুবীরেশ ভট্টাচার্য। আবার তদন্তের গতি শ্লথ বলে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। এই পরিস্থিতিতে সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা চারজন কর্মীকে তলব করল সিবিআই। সুবীরেশের মুখোমুখি বসিয়ে এই চারজনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুতরাং নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই এসএসসি গ্রুপ–সি নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচদিনের সিবিআই হেফাজতে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এখন আগামী ২২ ডিসেম্বর তাঁকে আদালতে পেশ করা হবে। এই হেফাজতে থাকাকালীন সময়ে তাঁর অধীনে কাজ করা চারজন কর্মীকে তলব করা হয়েছে। আর তাঁদের সামনে বসিয়ে একের পর এক প্রশ্নবাণ ছুঁড়তে চান সিবিআই অফিসাররা। আর সেই উত্তর মিললেই রিপোর্ট পেশ করা হবে আদালতে। তবে কোন চারজন কর্মীকে ডাকা হয়েছে তা খোলসা করেননি সিবিআই অফিসাররা।

এদিকে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সিবিআই হেফাজতে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ মামলায় জামিনের আবেদন করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য। তখন সওয়াল–জবাবের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। সিবিআই সেদিন আদালতে জানিয়েছিল, গ্রুপ–সি মামলায় সুবীরেশকে হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে পৃথক আবেদন করেছে তারা।

অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে জানান, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাঁর কাছে অনেক তথ্যপ্রমাণ আছে। পাল্টা সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায় আদালতকে জানান, তিনি জেলেই রয়েছেন। সিবিআই তাঁকে জেলে গিয়ে জেরা করে আসতে পারে। কিন্তু সুবীরেশের আইনজীবীর এই আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাঁকে পাঁচদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। আর এই পাঁচদিনের মধ্যেই জেরা পর্ব সেরে নিতে চায় সিবিআই।

বন্ধ করুন