তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩ বছরের ছেলের জন্মদিন নিয়ে ভুয়ো প্রচার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় তাঁকে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিশু অধিকার সুরক্ষা কমিশন। শুক্রবার তাঁর কাছে নোটিশ পৌঁছবে বলেই জানান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। এই নিয়ে ফের তপ্ত হতে চলেছে রাজ্য–রাজনীতি। শুভেন্দু অধিকারী যখন সব কিছু নিয়ে আদালত দেখাচ্ছেন তখন তাঁকেও আইনের পথই দেখানো হল বলে মনে করা হচ্ছে।
দু’দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে ভুয়ো টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। তার জেরে পকসো আইনে এফআইআর করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আবার শিশু সুরক্ষা কমিশনেও তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। দুটি ক্ষেত্রেই শুভেন্দুর বিরুদ্ধে শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে খবর।
আসল ঘটনাটি ঠিক কী? কলকাতা ফুটবলে দারুণ সাফল্য পেয়েছে ডায়মন্ডহারবার এফসি। প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপের ম্যাচে জয় পেয়ে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সাফল্য উদযাপনে আলিপুরের পাঁচতারা হোটেলে গত রবিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। তাতেই লেগেছে রাজনীতির রং। ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে অভিষেকের ‘ছেলের জন্মদিনের পার্টি’ বলে দাবি করে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর ‘ভুয়ো’ পোস্ট নিয়ে বিতর্কের জল গড়ায় থানায়। শিল্পী রায় নামে এক মহিলা বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। শিশু অধিকার সুরক্ষা কমিশনে রিপোর্ট জমা পড়ে। শুক্রবার তাঁকে শোকজ নোটিশ পাঠানো হবে। উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, কোনও শিশুকে নিয়ে মিথ্যাচার অনুচিত। আর শিল্পী রায় বলেন, ‘রাজনীতির সঙ্গে যেভাবে শিশুকে জড়িয়ে দেওয়া হয়েছে সেটা মেনে নেওয়া যায় না।’